মুসলিম নর-নারীকে কোরআনের শিক্ষায় জীবন গড়তে হবে -----মোহাম্মদ সিরাজুল ইসলাম

মুসলিম নর-নারীকে কোরআনের শিক্ষায় জীবন গড়তে হবে -----মোহাম্মদ সিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার : সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, আরবি মাসসমূহের মধ্যে রমজান হচ্ছে পবিত্র মাস। এ বরকতময় মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য প্রত্যেক মুসলিম নর-নারীকে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত জীবন গড়তে হবে।

তিনি গতকাল শুক্রবার নগরীর দরগাহ মহল্লায় আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ পরিচালিত আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের প্রধান ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। 
সিরাজুল ইসলাম আরো বলেন, সমগ্র মানব জাতির হেদায়াতের জন্য মহাগ্রস্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন থেকে কল্যাণ হাসিলের জন্য শুদ্ধ করে পড়ার কোন বিকল্প নেই। 

আল কোরআন শিক্ষা পরিষদ এর সভাপতি ও আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের পরিচালক শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আহমদ ও অধ্যাপক আব্দুল বায়েস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ছহুল আহমদ, ক্বারী আবিদুর রহমান সিকদার, মাওলানা সালমান আহমদ, মাওলানা ক্বারী ইমরান আহমদ প্রমুখ। 
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যথাক্রমে নাহিয়ান আহমদ, হাফিজ মাহফুজুর রহমান মঞ্জুর, হাফিজ সায়েম আহমদ সাদি ও হাফিজ জমির উদ্দিন। অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।