ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ

মাহে রমজানের শিক্ষা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে

মাহে রমজানের শিক্ষা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে

স্টাফ রিপোর্টার : মাহে রমজানের শুরু থেকে নগরীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পৃথক আয়োজনে বক্তারা বলেছেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা সমাজের সব মানুষের কল্যাণে ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। সকলের উচিৎ পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। 

আফজল-ফয়ছল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট : আফজল-ফয়ছল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দরিদ্র প্রায় ৫শ’ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি জুনেদ আহমেদ’র সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা ও  ট্রাস্টের সদস্য সাফায়েত খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলির সদস্য পাঠানটুলা দ্বিপক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান রাজা, ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলির সদস্য ওবায়দুর রউফ সাব্বির, সিলেট সিটি কর্পোরেশনের ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৬নম্বর টুকেরবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সফিকুর রহমান সফিক, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিলেট শাখার ভাইস প্রেসিডেন্ট দেব জ্যোতি মজুমদার রতন, ব্যবসায়ী মাসুম আহমেদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ মাহি, মখবুল হোসেন খান, আজাদ হোসেন, নাসের আহমদ রাশেদ, গোলাম মোস্তফা খান, নুরুল ইসলাম নুর, বশির খান লাল, জাবেদ আহমদ, সাহেদ আহমদ, আফসর খান, রেজাউল কবির, আজিজ খান সজিব, মাসুদ করিম, রিয়াজ খান ও রাসেল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও মোনাজাত পরিচালনা করেন পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা হোসাইন আহমদ।

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ : সিলেটে বসবাসরত মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার খুশী মোহন সরকার। মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রাক্তন সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সংগঠক কাসমির রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক ব্যাংকার মোঃ আলমগীর, অর্থ সম্পাদক মোঃ রেখাবুল আলম সায়েম, সহ অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, কৃষি ও শ্রম সম্পাদক শাহজাহান কবির, সহ কৃষি ও শ্রম সম্পাদক হিমাংশু সরকার রিংকু, শিল্প ও সংস্কৃতি সম্পাদক ব্যাংকার বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, সহ ক্রীড়া সম্পাদক গোপাল সরকার, সহ সমাজকল্যাণ সম্পাদক খোকন মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সালাম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মহসিন, ধর্ম বিষয়ক সম্পাদক শিক্ষক হুমায়ুন কবীর, সহ ধর্ম বিষয়ক সম্পাদক দেব দুলাল চক্রবর্ত্তী, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আউয়াল মিছবাহ, লেখক জেনারুল ইসলাম, রনদা প্রসাদ মল্লিক প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন পরিষদের সহ সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমূল হুদা ও শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জুবায়েদ আহমেদ। 
আনোয়ার ফাউন্ডেশন ইউকে : আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে’র উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান রেহানা বেগমের ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর ৩৩নম্বর ওয়ার্ডের ধনকান্দি গ্রামের হত দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ধনকান্দি হাজী শফিকুর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা হাফিজ মাওলানা বদরুল আলম সুনামেন সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন 
সিলেট বিভাগ গণদাবী পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন এলপিএস বাংলাদেশ লিমিটেডের সাধারণ সম্পাদক লিমন আহমদ, আনোয়ার ফাউন্ডেশনের ইউ.কে’র মিডিয়া পাটনার আরটিভি সিলেটের প্রতিনিধি হাসান মাহমুদ শামীম, আনন্দ টিভি সিলেটের প্রতিনিধি কাইয়ুম আহমদ, বাংলা টিভির ক্যামেরাপার্সন আলমগীর কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরেন সরকার, মুখিলছুর রহমান, জুয়েল আহমদ, রাজ্জাক মিয়া, সংবাদকর্মী রশীদ আহমদ, সিদ্দিকুর রহমান আবির, ফাহিম আহমদ, মোঃ মুশাহিদ আলী, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাসেল আহমদ, অঞ্জন, আলিফা জান্নাত নুসরাত প্রমুখ। অনুষ্ঠানে ধনকান্দি গ্রামের শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নর্থ বেঙ্গল মেডিকেল টেকনোলজি সোসাইটি : নর্থ বেঙ্গল মেডিকেল টেকনোলজি সোসাইটি সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার লামাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 
নর্থ বেঙ্গল মেডিকেল টেকনোলজি সোসাইটি সিলেটের সভাপতি মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও মো. গোলাম রাব্বির পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ সালেহ আহমেদ।
উদীপ্ত তরুণ সংস্থা : পথচারী ও রোজাদারদের মধ্যে উদীপ্ত তরুণ সংস্থা সিলেটের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় এই ইফতার বিতরণের আয়োজন করা হয়। 
বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ও উদ্দীপ্ত তরুণ সংস্থার উপদেষ্টা কিশওয়ার জাহান সৌরভ, উপদেষ্টা ও সিলেট মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শফায়াত খান, সংস্থার সভাপতি সৈয়দ মিসবাউর রহমান, সাধারণ সম্পাদক গিলমান আহমাদ সাকিব সহ উদ্দীপ্ত তরুণ সংস্থার সর্বস্তরের সদস্য। 
ছাত্রলীগ : সিলেট নগরীর লন্ডনী রোডে পথচারী ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল আলী আকাশের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সিলেট মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, মহানগর ছাত্রলীগ নেতা মনসুর আলম ডেভিড, দিপক অধিকারী, সুজন পুরকায়স্থ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি খয়ের আহমদ রিমন, মহানগর ছাত্রলগীগ নেতা সায়মন ইসলাম, ১৯নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সিয়াম আহমদ বাপ্পি, মহানগর ছাত্রলীগ নেতা আফসর আহমদ, সাব্বির আহমদ তোফায়েল, দেবজিৎ দে, মোজাম্মিল আহমদ, ৪নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি দাস, সহসভাপতি মিলন আহমদ, ছাত্রলীগ নেতা নির্জর পলাশ, নিভির দেব নাথ, আশরাফুল আম্বিয়া শাকিল, বাপ্পি চৌধুরী, পাপলু তালুকদার, নয়ন সরকার, মাহিন আহমদ রাকিব, রাব্বি চৌধুরী,তারেখ আহমদ, কামরান খান প্রমুখ। 
সিলেট সিটি ক্লাব ইউকে : ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সিলেট সিটি ক্লাব ইউকের নতুন কমিটির (২০২৩-২৫) প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি আবুবকর ফয়েজী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে সিটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সিটি ক্লাবের সদস্যবৃন্দ এবং অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ইফতার মাহফিলে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে দোয়া করেন ক্লাবের ওভারসিজ সদস্য সুইডেন প্রবাসী মুসান্না আহমদ।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান সাবুল ও জাকির হোসেন, দেলোয়ার আহমেদ, সায়েক সওদাগর, সেলিম হোসেন, শাহিন মোস্তফা, মুবিন চৌধুরী, আবদুল মুমিন, মুরাদ আহমদ, আশরাফ গাজী, সাবের চৌধুরী মহসিন, শিপার আহমদ বাবলা, মশিয়ূর রহমান সুহেল, নুরুল আমিন খোকা, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, জিলান আহমদ, ছালেহ গাজনবী, শহীদুল ইসলাম মামুন, ইয়ামিনুর রহমান রুবেল, সুজাত আহমেদ, এলাহী বকস এনাম,মহান চৌধুরী, মিজানুর রহমান মিজান, জিহাদ সালাউদ্দিন মামুন, কামাল চৌধুরী, আমির খছরু, লায়েক আহমদ, এমরান আহমেদ, জিয়াউল ইসলাম জিয়া এবং আব্দুল্লাহ বাপন।
অতিথিদের মধ্যে ছিলেন নিয়াজ চৌধুরী, আমিনূর আকরাম, নুর হোসেন, এডভোকেট তালহা, রওশন আহমদ এবং আনোয়ার হোসেন টিপ প্রমুখ।
ছড়ারপার ইসলামী যুব সমাজ : সিলেট নগরীর ছড়ারপার ইসলামী যুব সমাজের উদ্যোগে অসহায় দরিদ্র ও বিভিন্ন শ্রেণীর পেশার ৮০০ রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর কোর্ট পয়েন্টে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট হাফিজ মাওলানা মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ছড়ারপার  ইসলামী যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল আহমদ, মোঃ জুনায়েদ, মোঃ আশরাফুল ইসলাম বাবুল, মোঃ লাদেন, মোঃ  শাহীন,  অন্তর প্রমুখ।
মিডিয়া কর্মী : সিলেটের মিডিয়া কর্মীদের পক্ষ থেকে দুইশতাধিক গরীব ও  দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর তালতলা এলাকায় সোনারগাঁও মিডিয়ার পরিচালক সোহেল আহমেদের নেতৃত্বে এই ইফতার বিতরণ করা হয়। 
বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জামাল উদ্দিন আহমেদ। লন্ডন প্রবাসী হাবিব তফাদারের সুস্থতা কামনা করে এই ইফতার বিতরণ শুরু করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন আবদুল মতিন লাল, সোনারগাঁও মাল্টিমিডিয়ার স্বত্তাধিকারী সোহেল আহমেদ, আল আমিন, পাম্মি মাল্টিমিডিয়ায় স্বত্বাধিকারী পাপলু, রোহান, ফারজানা, আলামিন, সোয়েব, রাজু, আবু তাহের, পরাণ মিউজিক প্রমুখ।