মুহিতের জানাজায় অংশ নিতে আলীয়া মাদ্রাসার মাঠে মানুষের ঢল

মুহিতের জানাজায় অংশ নিতে আলীয়া মাদ্রাসার মাঠে মানুষের ঢল

রয়েল ভিউ ডেস্ক:

সিলেট নগরের আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক আবুল মাল আবদুল মুহিতের জানাজা  জনসমুদ্রে পরিণত হয়েছে।

আজ রোববার ১২টার দিকে প্রথমে আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সর্বস্থরের মানুষ তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রথম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন ও গার্ড অব অনার প্রদান করা হয় সিলেটের এই কৃতী সন্তানকে। পরে দুপুর সোয়া ১টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর জানাজার জন্য মরদেহ আনা হয় নগরে আলীয়া মাদরাসা ময়দানে। তার আগে থেকেই প্রিয় নেতার জানাজায় অংশ নিতে হাজারো মানুষ অপেক্ষায় রয়েছেন। বেলা সোয়া ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, শেষ বারের মতো প্রাণ প্রিয় নেতাকে এক নজর দেখতেও তার শেষ বিদায়ে অংশ নিতে সকাল থেকেই সিলেটে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সর্বস্থরের মানুষের সমাগম লক্ষ করা যায় শহীদ মিনার এলাকা থেকে শুরু করে নগরীর আলী মাদ্রাসার মাঠে ও তার সংলগ্ন এলাকায়।

সিলেটের সূর্য সন্তানের জন্য মানুষের ভালোবাসা আরেকবার প্রমাণিত হলো জানাজায় উপস্থিতির মধ্য দিয়ে। এ সময় জানাজা পূর্ব মরহুমের স্মৃতি চারণমূলক বক্তৃতা করেছিলেন কেন্দ্রীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতারা।

প্রসঙ্গত, আবুল মাল আবদুল মুহিত বেশ কিছুদিন ধরে বার্ধক্যের নানা জটিলতা ও লিভার ক্যানসারে ভুগছিলেন। তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তিও করা হয়। এরপর শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

মুক্তিযুদ্ধে দেশের পক্ষে অনন্য অবদান রাখা দেশের এই কৃতি সন্তান ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।