মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের খবর 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের খবর 

সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে গত রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ সকল কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার ইত্যাদি। নিচে বিভিন্ন সংগঠনের কর্মসূচি পত্রস্থ করা হলোঃ-

জালালাবাদ গ্যাস : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত রোববার জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেডের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। শুরুতে কোম্পানির গ্যাস ভবন চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে কোম্পানির প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় কোম্পানির সকল মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের নেতৃবৃন্দ সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরটি এম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএম-এইচআরডিসি’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভা গত ২৬ মার্চ দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহে ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত হয়।

আরটিএম-এইচআরডিসি’র পরিচালক অধ্যক্ষ এস এম ফরিদুল ইসলাম লতিফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ। 
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজনেস এন্ড বাংলাদেশ স্টাডিজ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী, এমপিএইচ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান খান মোঃ আজিমুস শফিক, সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসাইন চৌধুরী। উপস্থিত ছিলেন ফ্যাসন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান মুশহিবা খানম সমো, এইচআরডিসি শিক্ষক জাহেদ আহমদ ও শিক্ষার্থী রাজন তালুকদার। 

ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা ও গান পরিবেশন করেন অনুজ সরকার শুভ, নয়ন চন্দ্র, উম্মে হাবিবা আক্তার ও ইফফাত বিনতে হাকিম প্রমুখ।

এর আগে সকালে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ’র নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার প্রাপ্তি ও প্রত্যাশার উপর আলোচনা, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত ইত্যাদি।

জাতীয় শ্রমিক লীগ : জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। গত ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ। 
চাঁদের হাট ও অন্যান্য সংগঠন : মহান স্বাধীনতা দিবসে গত রোববার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্য সভাকক্ষে চাঁদের হাট সিলেট জেলা ও মহানগর, সুরমা বয়েজ ক্লাব, ওয়েব অব হিউম্যানিটি এলায়্যান্স, বøাড ডোনেশন লিংক, ক্লিন সিটি ও লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের যৌথ উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মহান মুক্তিযুদ্ধের কথামালা’ ও ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুব সংগঠক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কবি মোহাম্মদ বাদশা গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট এর আহবায়ক এডভোকেট রেজাউল করিম খান, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী।
স্বাগত বক্তব্য রাখেন, ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ অপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়েব অব হিউমিনিটি এ্যালায়েন্স এর সভাপতি কাজী মুহিবুর রহমান সুমন। বক্তব্য রাখেন, নারী সংগঠক ফাতেমা সুলতানা অর্ণা, বাউল হেলাল খান, খসরুল হোসেন, গোপাল বাহাদুর, রফিক উদ্দিন, মোহাম্মদ শরীফ গাজী, টুটুল গাজী, আব্দুল লতিফ, তারেক রহমান, জানহান, কায়কোবাদ, আজিম আহমদ নাসিদ, জুবের আহমদ, সাবের আহমদ প্রমুখ। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিহান আহমদ। 
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট এর উদ্যোগে গত ২৬ মার্চ সকালে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম, সহকারী প্রকৌশলী মো. নাহিদ হোসেন, মো. রামিম ইবনে জাহান, মো. উজ্জল বখত, মো. আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ। 
জাতীয় মহিলা সংস্থা সিলেট : নগরীর উপশহরস্থ জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, প্রশিক্ষক কর্মকর্তা মো. আলী আকরাম সুমন, জেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক মো. মুহিবুল হক, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম, সাংবাদিক জাবেদ আহমদ, এনাম আহমদ প্রমুখ। রাত ১২টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ : স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত রোববার আলোচনা সভা গোলাপগঞ্জ পৌর শহরের ওয়াছিমা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 
গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল আমীন (হাসান) ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইন, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছানি আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা তাঁতিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আহমদ, সেলিম আহমদ, কামাল আহমদ, ৩নম্বর ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আহমদ, বুধবারিবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিফজুর রহমান, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সিলেট জেলা তাঁতী লীগের সহ-সভাপতি নাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছুটন, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীন, বাহার আহমদ, এরাফ আহমদ, নিয়াজ আহমদ, সুলতান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আলী হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতিলীগের সহ সভাপতি জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রানা, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল কাইয়ূম মুন্না, সহ-সভাপতি সাজন আহমদ, সহ-সভাপতি রেজা আহমদ, সহ-সভাপতি ফরিদ আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান ছানি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সুলেমান আহমদ, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা উজ্জল আহমদ, ছামাদ আহমদ, ঢাকাদক্কিন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা সাজু আহমদ, দিপু আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাহিদ আহমদ, তুফায়েল নিয়াজ চৌধুরী, সুহান আহমদ, সাহান আহমদ, মো: অপি, রাহেল আহমদ, মুন্সি আহমদ প্রমুখ। 
সিলেট জেলা ও মহানগর ন্যাপ : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিন্দাবাজারস্থ একটি আবাসিক হোটেলে জেলা ন্যাপের সভাপতি এম. এ মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুর রহমান ও মহানগর ন্যাপের সভাপতি খুরশেদুল আলমের যৌথ পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে র‌্যালি সহকারে জেলা ও মহানগর ন্যাপ নেতৃবৃন্দ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা ন্যাপের আসাব উদ্দিন, কয়ছর আহমেদ, সঞ্জিব চন্দ্র চক্রবর্ত্তী, অনিক রঞ্জন চন্দ, ইমন নাথ, রতন কাপালী, রাজন দে, অনিমেষ সরকার, নিত্য রঞ্জন দাস, সমিরন পুরকায়স্থ, ইমন মিয়া, সুরমান আলী, মহানগর ন্যাপের সভাপতি মো. খুরশেদুল আলম, মো. নুরুজ্জামান চৌধুরী, ফজলে রাব্বি, কৃষ্ণ চন্দ্র দাস, মিনা শারমিন লাভলী, সাবিনা ইয়াছমিন রিনা, তানিয়া ফেরদৌসী রুমা, কাওছার আহমদ টিপু, সীমা সারমিন মুন্নি, ফারুক আহমদ, মো. জামাল আহমেদ, রোকেয়া বেগম, ডা. কামাল আহমেদ, আফছানা মাহমুদা ডেইজী, অনিমেষ সরকার, লুৎফুর রহমান, খলিলুর রহমান চাষী, নুরুল হুদা ভূঁইয়া, জেলা ন্যাপের আলাউদ্দিন, দবির মিয়া, পরিমল দাস, শাহাব উদ্দিন, ছইফুলী বেগম, আব্দুল লতিফ, নাজমা বেগম প্রমুখ। 
‘পাবলিক ভয়সে’ ওয়ার্কিং ফর বাংলাদেশ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘পাবলিক ভয়সে’ ওয়ার্কিং ফর বাংলাদেশ এর উদ্যোগে গত রোববার বাদ আছর নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখে অসহায়, পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। 
এতে উপস্থিত ছিলেন, পাবলিক ভয়েসের চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, কবি সালেহ আহমদ খসরু, অধ্যাপক লে. মনিরুল ইসলাম, শফিকুর রহমান টুটুল, রফিকুল বারী রুমান, মুনিম আহমদ, আলমগীর কবির মুন্না, মমতাজ হোসনে মুন্না, খালদে আকবর চৌধুরী, শাকের আহমদ, মারুফ আহমদ টিপু, সুহেল আহমদ, আবু সাইদ মোঃ তায়েফ, এএসএম সায়েম, মিনহাজুর রহমান রাসেল, মতিউর রহমান শিমুল, ওবায়দুর রহমান সজীব, মোস্তাফিজুর রহমান নওসাদ, নাজিম উদ্দিন, কাউসার হোসেন রকি, বিপ্লব আহমদ প্রমুখ। 
ওসমানীনগর : ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার বিকেল ৫টায় ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও অলিউল্লাহ বদরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুবায়ের আহমেদ শাহীন। 
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার পরিষদ প্রাঙ্গণে সূর্যদোয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মস‚চির স‚চনা হয়। 
পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু ম্যুরাল ও সুন্দিশাইলে ২৩ শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, গোলাপগঞ্জ মডেল থানা, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 
সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। 
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ছদরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. জুনায়েদ কবির, উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, কৃষি অফিসার মো. মাশরেফুল আলম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন সরকার, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হানিফ খান, মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষর্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মৌলভীবাজার : মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, মৌলভীবাজারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা  জানানো হয়। গত রোববার সূর্যোদয়ের সাথে মৌলভীবাজারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থী। 
পরে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
কুলাউড়া : কুলাউড়া অফিস জানায়, কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গত রোববার উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী ও আলোকসজ্জা। 
অনুষ্ঠানে অতিথি হিসেবে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার, সহাকারী কমিশনার (ভুমি) মেহেদি হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস হাসান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে উপস্থিত ছিলেন।
চুনারুঘাট : চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গত রোববার দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন আর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন উপজেলার ৫৭১ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।  রোববার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। 
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফর, আব্দুস সামাদ, ফয়জুল হক তরফদার, আব্দুল খালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাস, আবদুস সামাদ মাস্টার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র রায় প্রমুখ।
নবীগঞ্জ : নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, নবীগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সূর্যোদয়ের পূর্বে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
পরে নবীগঞ্জ উপজেলা প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নবীগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় নবীগঞ্জ সরকারি যোগল কিশোর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা/ডিসপ্লে প্রদর্শন করেন।  
সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে আলোচনা সভা  ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ।
উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, ওসি ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল ও কাজী ওবয়িদুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, বীর মুক্তিযোদ্ধা (অব. সাজেন্ট) জাহিদ আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাশ ও সামছুদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ডা. নিজামুল হক, মুক্তিযোদ্ধা সন্তান গৌতম কুমার দাশ প্রমুখ।
ছাতক উপজেলা : ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ছাতকে বিভিন্ন কর্মস‚চির মধ্যদিয়ে পালন করা হয়েছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসের প্রথম প্রহরে শহরের অদুরে মাধবপুর এলাকায় “শিখা সতের” স্মৃতি সৌধে একুশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে শিখা সতের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুহিবুর রহমান মানিক এমপি ও অতিথিবৃন্দ। পরে মাঠে কুচকাওয়াজ, খেলাধুলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় মাঠে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভ‚মি) মো: ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।