মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে পারলে শান্তিময় সমাজ গঠন সম্ভব

মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে পারলে শান্তিময় সমাজ গঠন সম্ভব

‘হযরত মোহাম্মদ (সা.) মানবতার মুক্তির দূত। মহানবীর আদর্শ ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে শান্তিময় সমাজ গঠন সম্ভব।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রাসুলের (সা.) শানে  নিবেদিত কবিতা পাঠের আসরে মুখ্য আলোচকের বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মো. মাশুকুর রহমান একথা বলেন। গত সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬১তম সাহিত্য আসরে এ নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সাইক্লোনের সাবেক সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্সের ইউরোভিশন টিভি’র পরিচালক তোফায়েল সিপু এবং স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনায় অংশ নেন-বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, গল্পকার সেলিম আউয়াল, কবি সুফিয়া জমির ডেইজি,  ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কবি শাহেদ আব্দুর রকীব, প্রকাশক ছড়াকার লুৎফুর রহমান তোফায়েল, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ। লেখাপাঠে অংশ নেন, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, গীতিকবি ফরিদ আহমদ, জয়নাল আবেদীন, শিল্পী কুবাদ বখত চৌধুরী, কবি কামাল আহমদ, ইব্রাহিম ইউসুফ, প্রবীণলেখক মকসুদ আহমদ লাল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বিমান বিহারী বিশ^াস।-বিজ্ঞপ্তি।