মাহমুদ উস সামাদ চৌধুরীর  অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই... ডা. ইহতেশামুল হক চৌধুরী

মাহমুদ উস সামাদ চৌধুরীর  অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই... ডা. ইহতেশামুল হক চৌধুরী

রয়েল ভিউ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, সিলেট-৩ আসনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ সাংসদ থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। যা তাকে একজন মহান নেতায় পরিণত করেছে। এই সংসদীয় আসনের মানুষের নয়নের মণিকোঠায় স্থান করে নেয়া জনপ্রিয় এই সংসদ সদস্য করোনা মহামারির সময়ে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতেই আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি। 

সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার ও ফেঞ্চুগঞ্জ পূর্ব ও মধ্যবাজারে গণসংযোগকালে ডা. দুলাল বলেন, যদি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেন, তাহলে সিলেট-৩ আসনটি আমি নেত্রীকে উপহার দেবো। 

গণসংযোগকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, ডা. রেজাউল কবির রাজিবসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ ও চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বালাগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

এরই ধারাবাহিকতায় তিনি উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারাবাজার, গালিমপুরবাজার, জালালপুরবাজার, হামছাপুরবাজার ও বালাগঞ্জ সদর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন। 

এর আগে, তিনি বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মো. করামত আলীর বাড়িতে তার শারিরীক অবস্থার খোঁজখবর নিতে যান। 
পরে, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ইয়াওর, সাধারণ সম্পাদক ও পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম রাজু’র বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে যান। 

এসময় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, স্থানীয় ইউনিয়ন সদস্য মো. আব্দুল মুহিতসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।