মৌলভীবাজারে দুই সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

মৌলভীবাজারে দুই সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু আহমদ (২০), শাহেল আহমদ (২২), ফাহিম ওরফে নাঈম আহমদ (২০)। 

এর মধ্যে রাজু ও শাহেল ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর নাঈমের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অন্যটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল।

এ সময় রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির চালক বাছিত মিয়ার ছেলে রাজু আহমদ (২০) নিহত হন। 

আর সিলেট ওসমানী মেডকেল কলেজে নেওয়ার পথে অন্য সিএনজিচালক কুদ্দুছ মিয়ার ছেলে শাহেল আহমদ (২২) ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পর ফাহিম ওরফে নাঈম আহমদ (২০) মারা যান।

এ ছাড়া আহতরা হন- দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন।

তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, তিনজন নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।