মিয়ানমারে পৌঁছেছে  ২৭ সদস্যের প্রতিনিধিদল

রয়েল ভিউ ডেস্ক : মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশ থেকে যাওয়া ২৭ সদস্যের প্রতিনিধিদল। 
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা রাখাইনে পৌঁছান। 
মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রস্তুতি ও সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ ও আলোচনা শেষে শুক্রবার বিকেলে তাদের টেকনাফ ফেরার কথা। প্রতিনিধিদলে তিন নারীসহ ২০ জন রোহিঙ্গা, একজন অনুবাদক ও ছয়জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন।
রাখাইনে পৌঁছনোর পর সেখানকার পরিস্থিতি প্রতিনিধিদল ঘুরে দেখছে বলে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের যেখানে রোহিঙ্গাদের রাখা হবে সেই আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেন তারা।
এর আগে শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে প্রতিনিধিদলটি কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেলা ১১টার দিকে তারা রাখাইনের মংডু শহরে পৌঁছায়। বিজিবির নিরাপত্তায় ‘সেন্টমার্টিন ক্রজ’ নামে একটি স্পিড বোট তাদের নিয়ে আধাঘণ্টার মধ্যেই রাখাইনে পৌঁছে যায়।