যে কারণে বিশ্বকাপে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা

যে কারণে বিশ্বকাপে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা

রয়েল ভিউ ডেস্ক:
সম্প্রতি সরকার-বিরোধী বিক্ষোভে কেঁপে উঠে সমগ্র ইরান। এবার সেই বিক্ষোভকারী মানুষের পাশে দাঁড়িয়ে ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন না ইরানের ফুটবলাররা।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইরানি খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গায়নি এবং সঙ্গীত বাজানোর সাথে সাথে তারা স্থির হয়ে দাঁড়িয়ে ছিল।
এই পদক্ষেপটি দেশের চলমান বিক্ষোভে সমর্থন প্রদর্শনের একটি জনপ্রিয় উপায় বলে মনে করা হয়। এর আগে দেশটির বিভিন্ন ক্রীড়াবিদরা জাতীয় সঙ্গীতের সাথে গলা মেলাতে অস্বীকার করে।’

ম্যাচের আগেই ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবকশ জানিয়েছিলেন, জাতীয় সঙ্গীত গাওয়া হবে কিনা সেটা দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। 

জানা গেছে, ইরানের বেশির ভাগ ফুটবলারই জাতীয় সঙ্গীত না গাওয়ার পক্ষে মত দেন। ক্যামেরায় দেখা গেছে, স্টেডিয়ামে হাজির অনেক সমর্থকও জাতীয় সঙ্গীতের সময় চুপ ছিলেন।

দু’মাস আগে দেশটির প্রতিবাদী মাহশা আমিনির মৃত্যুর পর আন্দোলনের উত্তাল ছড়িয়ে পড়ে সমগ্র ইরানে। 

সূত্র : আল-জাজিরা।