যে ৪ লক্ষণে বোঝবেন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত আপনি

যে ৪ লক্ষণে বোঝবেন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত আপনি

রয়েল ভিউ ডেস্ক :
ডেল্টা সংক্রমণ আগেই ছিল। এবার হাজির হয়েছে ওমিক্রন। এই ওমিক্রন কতটা মারাত্মক, কতটাই বা বিপদে ফেলতে পারে এটি— তা নিয়ে এখনও নিশ্চিত নয় চিকিৎসকমহল। কিন্তু করোনা সংক্রমণ হলে এটা জেনে রাখা দরকার, কোন রূপটি শরীরে বাসা বেঁধেছে? সেই অনুযায়ী চিকিৎসা করতে পারেন চিকিৎসকরা।

ওমিক্রন নাকি ডেল্টা— এটা স্পষ্টভাবে বোঝার একমাত্র রাস্তা জিনের কয়েকটি পরীক্ষা। এই পরীক্ষা থেকে হাতেনাতে টের পাওয়া যায় করোনার কোন রূপটি শরীরে বাসা বেঁধেছে। কিন্তু কয়েকটি উপসর্গ দেখে প্রাথমিক ভাবেও বোঝা যেতে পারে, ওমিক্রনের সংক্রমণ হয়েছে কি না। তেমনই বলছেন চিকিৎসকরা।

কী কী লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে? মূলত ৪টে উপসর্গের কথা বলছেন তাঁরা:

ক্লান্তি:

এটি ওমিক্রনের অন্যতম লক্ষণ। ডেল্টা সংক্রমণেও ক্লান্তি হয়। কিন্তু ওমিক্রনে তার চেয়েও বেশি। এখনও পর্যন্ত এমনটাই দেখি গিয়েছে বেশির ভাগ আক্রান্তের ক্ষেত্রে।

গাঁটে গাঁটে ব্যথা:

এটাও ওমিক্রনের অন্যতম লক্ষণ। ডেল্টার চেয়েও বেশি মাত্রায় ব্যথা হয়েছে ওমিক্রনের ক্ষেত্রে।

গলা ব্যথা:

ডেল্টা সংক্রমণে গলাব্যথা বা গলা খুসখুসে সেভাবে দেখা যায়নি। কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে এই সমস্যা মারাত্মক ভাবে দেখা গিয়েছে।

প্রচণ্ড জ্বর:

ওমিক্রনে জ্বর মারাত্মক আকার নিচ্ছে। অনেকেরই প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে শরীরের। ডেল্টায় জ্বরের মাত্রা কম ছিলো।