যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩

রয়েল ভিউ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত আরো অন্তত দু’জন।
রোববার (১৩ নভেম্বর) শার্লটসভিলে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার প্রধান ক্যাম্পাসে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনার পর থেকেই শিক্ষার্থীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ রয়েছেন।

বন্দুকধারী হিসেবে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থীকে সন্দেহ করা হচ্ছে, তাকে পুলিশ খুঁজছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম রায়ান।

বিশ্ববিদ্যালয় পুলিশের টুইটে বলা হয়েছে, কালব্রেথ রোডে গুলির খবর পাওয়ার পর থেকে রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ক্যাম্পাসের সবাইকে সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

সন্দেহভাজন বন্দুকধারী ধরা না পড়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসটি লকডাউনেই আছে বলে জানিয়েছে সিএনএন।

সন্দেহভাজন ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়র এখনও সশস্ত্র এবং তিনি বিপজ্জনক বলেই মনে করছে পুলিশ।

আহত দুইজনের চিকিৎসা চলছে, জানিয়েছেন রায়ান। বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাসও বাতিল করা হয়েছে।

হতাহতদের নাম জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা শিক্ষার্থী কিনা তাও স্পষ্ট করেনি তারা।