যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স, হাউইটজার ধ্বংসের দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স, হাউইটজার ধ্বংসের দাবি রাশিয়ার

রয়েল ভিউ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট লাঞ্চার যান ও হাউইটজার কামান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট লাঞ্চার যান ও জাপোরোজিয়া অঞ্চলে হাউইটজার কামান ধ্বংস করা হয়েছে।

অবশ্য রাশিয়ার এই দাবি রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা গত সপ্তাহে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল পুনরুদ্ধার করেছে। শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, আক্রমণের পর তারা প্রায় ৫০ কিলোমিটার অগ্রসর হয়েছে। যা রাশিয়ানদের অবাক করে দিয়েছে বলেও দাবি করেছে তারা।

অবশ্য ইউক্রেনের এসব দাবির ব্যাপারে মুখ খোলেনি মস্কো।