যুগোপযোগী পাঠদানের জন্য ইংরেজি শিক্ষকদের  পেশাগত দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই

যুগোপযোগী পাঠদানের জন্য ইংরেজি শিক্ষকদের  পেশাগত দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, যুগোপযোগী পাঠদানের জন্য ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। 

শনিবার বিকেল ৩টায় নগরীর শামীমাবাদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আমেরিকান কর্নারে ‘টিচিং ইংলিশ ইন দ্যা টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি : চ্যালেঞ্জেস এন্ড চয়েসেস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে ইংরেজি ভাষা শিক্ষায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। কারিকুলাম, রিসোর্স এবং পাঠদান পদ্ধতিতে প্রতিদিন নতুন নতুন বিষয় ও ভাবনা যুক্ত হচ্ছে। ভাষা শিক্ষার মূল চারটি ধাপ লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং পাঠদানের চ্যালেঞ্জগুলো নিয়ে শিক্ষকদের আরও ভাবতে হবে এবং পঠন-পাঠনের মধ্য দিয়ে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলমমের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারপার্সন রাজীব আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ এবং আমেরিকা কর্নার সিলেটের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল।
আমেরিকার কর্নার সিলেটের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে কী নোট উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রধান এবং সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি ভাষা শিক্ষার চারটি স্কিল নিয়ে গবেষণামূলক বক্তব্য উপস্থাপন করেন শাবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাহুল ভট্টাচার্য, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের সহকারী অধ্যাপক বিধান চক্রবর্তী এবং বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশন (বেলটা) সিলেট চ্যাপ্টারের কার্যকরী সদস্য ইংরেজি ভাষা শিক্ষক ও প্রশিক্ষক এহতেশামুল করিম। আলোচনাগুলো সমন্বয় করে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব।
সেমিনার সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মৌনী ভট্টাচার্য্য এবং ইংরেজি বিভাগের কার্যক্রমের ওপর তথ্য ভিত্তিক প্রেজেন্টেশন করেন বিভাগের প্রভাষক তাসনিম সুলতানা।
সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত পঞ্চাশজন ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের যুগোপযোগী পাঠদানের পাশাপাশি গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে।-বিজ্ঞপ্তি