যতবার খুশি করা যাবে ওমরাহ

যতবার খুশি করা যাবে ওমরাহ

রয়েল ভিউ ডেস্ক:
সৌদি আরবে গিয়ে যতবার খুশি ততবারই ওমরাহ পালন করা যাবে। পারবেন। আগে থেকে বাধ্যতামূলকভাবে ওমরাহ পালনের তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, একজন মুসল্লি ঠিক কতবার ওমরাহ পালন করবেন তা তারা নির্দিষ্ট করে দেবেন না। মন্ত্রণালয় বলেছে, তবে ওমরাহ পালনের কে।ণতে ন্য নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়ার নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে যারা সৌদি আরবে পর্যটন, কাজ কিংবা অন্য কোনো ভিসা নিয়ে আসবেন তাদের সবাই ওমরাহ পালন করতে পারবেন। এতে তাদের বাধা দেয়া হবে না। এমনকি যারা কেবল ওমরাহ ভিসা নিয়েও সৌদি আরবে প্রবেশ করবেন তারাও ভিসার মেয়াদ থাকা সাপেক্ষে মক্কা-মদিনা ছাড়াও দেশটির অন্যান্য শহরেও ভ্রমণ করতে পারবেন।

সম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে পারবেন।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।

এছাড়া ওমরাহর প্রক্রিয়াও সহজ করছে সৌদি সরকার। ভিনদেশি মুসলিম বন্ধুদের ওমরাহ করার আমন্ত্রণ জানাতে এবং তাদের জন্য ভিসার আবেদন করার সুযোগ সৌদি নাগরিকদের দেয়া হয়েছে। সূত্র: সৌদি গেজেট, গলফ নিউজ