যাত্রীদের সঙ্গে মারামারিতে লিপ্ত পাইলট, সাত ঘণ্টা পর ছাড়ল বিমান

যাত্রীদের সঙ্গে মারামারিতে লিপ্ত পাইলট, সাত ঘণ্টা পর ছাড়ল বিমান

রয়েল ভিউ ডেস্ক:
পৃথিবীতে যে কত অদ্ভুত ঘটনা ঘটে তার ইয়াত্তা নেই। তবে ক্যামেরার সামনে যা ধরা পড়ে তাই হয়তো আমাদের দেখার ও জানার সৌভাগ্য হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ওই বিমানের পাইলটের সঙ্গে কোনো এক যাত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ‍শুরু হয়। 

পাইলট মারামারিতে এতটাই লিপ্ত হয়ে পড়েন যে তিনি বিমান উড্ডয়নের কথাই ভুলে যান। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে গত ২৫ মে এ ঘটনা ঘটে।

বিমানটি লন্ডন থেকে সাইপ্রাস যাওয়ার কথা ছিল। কিন্তু পাইলট যখন বুঝতে পারেন যে তিনি বিমান উড্ডয়নে দেরি করে ফেলছেন তখন রাখে অনেকক্ষণ চিৎকার করতে থাকেন। পাইলটের এমন কাণ্ডে প্রায় সাত ঘণ্টা পর ওই বিমান যাত্রা শুরু করে। 

পাইলটের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়েন ওই বিমানে থাকা যাত্রীরা। মারামারির এক পর্যায়ে একজন নারী ভিডিও ধারণ করে তা ইউটিউবে ছড়িয়ে দিলে ভাইরাল হয়ে যায়। 

ওয়াইজ এয়ার বিমানে এ ঘটনা ঘটে। বিমানটি মূলত হাঙ্গেরির স্বপ্ল মূল্যের বিমান। এর প্রধান কার্যালয় বুদাপেস্টে। ২০০৪ সালে বিমানটি প্রথম যাত্রা শুরু করে। ২০১৯ সালে বিমানটি ২০০ মিলিয়ন যাত্রী পরিবহন করার গৌরব অর্জন করে।