যুদ্ধের মধ্যেই মহড়া চালাচ্ছে রাশিয়ার পারমাণবিক বাহিনী

যুদ্ধের মধ্যেই মহড়া চালাচ্ছে রাশিয়ার পারমাণবিক বাহিনী

রয়টার্সের প্রতিবেদন

রয়েল ভিউ ডেস্ক:
ইউক্রেনে টানা তিন মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তবে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলে। আগের তুলনায় যুদ্ধের উত্তাপ আপাতদৃষ্টিতে কম মনে হলেও রাশিয়ার সর্ব-সাম্প্রতিক কর্মকাণ্ডে উত্তেজনা বাড়তে পারে আরও।

মূলত ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই মহড়া চালাচ্ছে রাশিয়ার পারমাণবিক বাহিনী। মস্কোর উত্তর-পূর্বাঞ্চলে এই মহড়া চলছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর উত্তর-পূর্বে ইভানোভো প্রদেশে মহড়া চালাচ্ছে রাশিয়ার পারমাণবিক বাহিনী।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে আরও বলা হয়েছে, চলমান এই মহড়ায় অংশ নিয়েছে প্রায় এক হাজার রুশ সেনা। এছাড়া ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারসহ শতাধিক যানবাহন ব্যবহার করে মহড়া চালাচ্ছে তারা।