যুবক বয়সে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় -------- হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

যুবক বয়সে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় -------- হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, যুবক বয়সে আল্লাহর কাছে ইবাদত কবুল হয়। দ্বীনি শিক্ষাকে কাজে লাগাতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তিনি বলেন, সন্তানকে মানবতার শিক্ষা দিলে সমাজ আলোকিত হবে।

গত সোমবার দুপুরে তেতলী ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুরস্থ তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বিশ্বনাথের ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফিজ আব্দুস শহিদ (বড় হজুর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মুফতি মাওলানা একেএম মনোওর আলী, মাওলানা ছারওয়ারে জাহান, মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী, সোবহানীঘাট কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা নজির আহমদ হেলাল, মাওলানা মর্তুজ আলী আমানতপুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, তেতলী ইউপি চেয়ারম্যান মো. ওলিউর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, হাফিজ আব্দুল আজিজ, মাওলানা নুরুল হুদা শামীম, মাওলানা হাফিজ আব্দুর রব। বিজ্ঞপ্তি