যেভাবে সাজছে বিশ্বকাপে মেসিদের বহনকারী বিমান

যেভাবে সাজছে বিশ্বকাপে মেসিদের বহনকারী বিমান

রয়েল ভিউ ডেস্ক:
২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে নভেম্বরে। তার আগেই আর্জেন্টিনা ফুটবল দলের জন্য বিভিন্ন রঙে বিমান সাজাচ্ছে দেশটির বিমান সংস্থা অ্যারোলিনাস আর্জেন্টিনা। এই বিমানে চড়ে আগামী মাসে কাতারে বিশ্বকাপ খেলতে যাবেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়ারা।  

গত সপ্তাহে আর্জেন্টিনার গণমাধ্যম দেশটির ফুটবল দলকে বহনকারী বিমানের ছবি প্রকাশ করেছে। বিমানটি হচ্ছে এয়ারবাস৩৩০-২০০। বিমান দেশটির ফুটবলারদের স্টিকার দিয়ে সাজানো হয়েছে। বিমানের পেছনের পাখায় মেসি, দি মারিয়াদের ছবি জ্বলজ্বল করছে। 

পুরো বিশ্বের সামনে অ্যারোলিনাস আর্জেন্টিনাসকে ব্র্যান্ড হিসেবে দেখাতে বিশ্বকাপকেই বড় সুযোগ হিসেবে দেখছেন বিমান সংস্থাটির প্রধান পাবলো সেরিয়ানি। সেরিয়ানি বলেন,  ‘শুধু কাতারের কাছেই না, পুরো বিশ্বের সামনে অ্যারোলিনাস আর্জেন্টিনাসকে ব্র্যান্ড হিসেবে দেখাতে বিশ্বকাপ হচ্ছে বড় সুযোগ। এভাবে আমরা কোম্পানি হিসেবে ভালোই এগোচ্ছি এবং বিশ্ব বাজারে সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছি। আগামীকাল থেকে এই বিমান বিভিন্ন দেশে ভ্রমণ করবে। নি:সন্দেহে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা অন্যতম প্রধান বিজ্ঞাপন।’