আইপিডিসি ফাইন্যান্সের ত্রাণ বিতরণ

যারা নিঃস্বার্থ কাজ করেন  তারাই প্রকৃত দেশপ্রেমিক : অতিরিক্ত পুলিশ কমিশনার

যারা নিঃস্বার্থ কাজ করেন  তারাই প্রকৃত দেশপ্রেমিক : অতিরিক্ত পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেছেন, সরকারের পাশাপাশি বন্যার্তদের মধ্যে আইপিডিসি ফাইন্যান্স এর ত্রাণ বিতরণ করা একটি মহৎ উদ্যোগ। যারা নিঃস্বার্থে মানুষের সেবা ও কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। বন্যার্তদের সহায়তায় আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। 

গতকাল বুধবার বিকালে সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর আয়োজনে ও আইপিডিসি ফাইন্যান্স এর আর্থিক সহযোগিতায় বন্যার্ত দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিডিএফ’র ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান। জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, আইপিডিসি ফাইন্যান্স সিলেট শাখার ব্যবস্থাপক রাফায়েত উল কবীর, বিশিষ্ট সংগীত শিল্পী, কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রুকসানা বেগম, জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, সদস্য সৈয়দ আলমগীর হোসেন। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স সিলেট শাখার কর্মকর্তা মনোজ নাথ, ইমরান হোসেইন খান, টিপু কর, তাহমিদ হাসান, রায়হান সর্দার, জিডিএফ’র শিক্ষিকা নমিতা রাণী দে ও সাবিনা ইয়াছমিন, সুপারভাইজার রায়হান খান প্রমুখ উপস্থিত ছিলেন।  শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া। বিজ্ঞপ্তি