বিভিন্ন স্থানে পৃথক ইফতার মাহফিলে বক্তারা

রোজা আত্মাকে পরিশুদ্ধ করে

রোজা আত্মাকে পরিশুদ্ধ করে

রয়েল ভিউ ডেস্ক: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেট নগরীতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পৃথক ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন,  রমজান তাকওয়া অর্জনের মাস। রোজা আত্মাকে পরিশুদ্ধ করে। রোজার মাধ্যমে মন্দ কাজ থেকে দূরে থাকা যায়, গোনাহ মাফ হয়। একই সাথে এ মাস আমাদের সম্প্রীতিরও শিক্ষা দেয়। এজন্য সমাজ জীবনে রমজানের গুরুত্ব অনেক। 

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন : সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল রোববার মহানগরীর নয়াসড়কস্থ মানিকপীর টিলা প্রাঙ্গণে ফাউন্ডেশনের মানবিক উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দের আর্থিক সহযোগিতায় পবিত্র রমজানে ৩৫০ জন রোজদারদের মাঝে “সম্প্রীতির ইফতার বিতরণ” করা হয়।

ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু। উদ্বোধক ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, মৃণাল কান্তি দাশ, পলাশ বড়ুয়া, মহিবুর রহমান একাডেমির শিক্ষক পথিক রাসেল, শিক্ষক কামরুজ্জামান, শিক্ষক দীপক অধিকারী, সদস্য আবদুল মালেক, শিপন আহমেদ, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।

সিলেটস্থ ছাতক ছাত্র কল্যাণ পরিষদ : সিলেটস্থ ছাতক ছাত্র কল্যাণ পরিষদ এম.সি কলেজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ছাতক ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের নিরবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য মুক্তার খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিলেট মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপন, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ সমিতির যুগ্ম আহবায়ক সৌরভ দাস, দিরাই ছাত্র কল্যাণের উপদেষ্টা সুরঞ্জিত তালুকদার, এম.সি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহি, ছাতক ছাত্র কল্যাণ পরিষদ এম.সি কলেজের প্রতিষ্টাকালীন প্রধান উপদেষ্টা আহমেদ শিহাব উদ্দিন, মোফাচ্ছির মিঠুন, আলী আকবর, ফেরদৌস ও জাহেদ আলী প্রমুখ। 
বিয়ানীবাজার লাউতা-মোল্লাপুর ইউনিয়ন বিএনপি : বিয়ানীবাজার উপজেলার লাউতা ও মোল্লাপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে কাছাটুলা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে যুক্তরাজ্য বিএনপি নেতা মরহুম আলহাজ¦ কমর উদ্দিন ও উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল মতলিব স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল রোববার এ ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাতাবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। 
কাছাটুলা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন খাঁন জাহেদ, সহ-সভাপতি অহিদ আমদ তালুকদার, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মজির উদ্দিন মড়াই, উপজেলা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিনিয়র সহ-সভাপতি জামিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাছান মাহমুদ, লাউতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক বলাই মিয়া, ছাত্রদল নেতা আব্দুস শুকুর প্রমুখ।
ইফতারের পূর্বে যুক্তরাজ্য বিএনপি নেতা মরহুম আলহাজ¦ কমর উদ্দিন ও উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল মতলিবের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাছাটুলা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন।
তাহিরপুর ছাত্র পরিষদ সিলেট : তাহিরপুর ছাত্র পরিষদ সিলেট এর পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বাদ আসর নগরীর টিলাগড় পয়েন্টে এই ইফতার বিতরণ করা হয়। 
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর সমিতি সিলেটের সভাপতি আলহাজ্ব মোঃ তারা মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, তাহিরপুর সমিতি সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ সজল, তাহিরপুর ছাত্র পরিষদ সিলেটের সভাপতি নাজির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, তাহিরপুর ছাত্র পরিষদ সিলেটের সহ-সভাপতি সুকান্ত সৌরভ,  আল আমিন আখঞ্জী, কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দেলোয়ার হোসেন, ফারুক মিয়া, ফিরোজ আহমেদ মাহদী, সাংগঠনিক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বিজয়, সদস্য ফরহাদ আহমেদ, সামাদ, আকাশ, শিশির, ইমন, শিপু, শরীর হোসাইন, সুজন, সোহাগ প্রমুখ। 
শহীদ নূর হোসেন ব্লক ছাত্রলীগ : শহীদ নূর হোসেন ব্লক দরগা মহল্লা শাখা ছাত্রলীগের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। গতকাল রোববার হজরত শাহজালাল দরগা মিনার গেইটের গলির সম্মুখে বাদ আসর এই ইফতার বিতরণ করা হয়। 
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি তাজ আলম, যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় প্রায় চারশতাধিক ইফতার ও পানি বিতরণ করা হয়।
জাতীয় ছাত্র সমাজ : সিলেটে জাতীয় ছাত্র সমাজ’র পক্ষ থেকে রমজানে গরীব, অসহায় ও ছিন্নমূল একশ’ মানুষের মাঝে গতকাল রোববার মানিকপীর টিলা এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের আহবায়ক আফজাল হোসেন মান্নার পক্ষ থেকে এ ইফতার বিতরণ করা হয়। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের আহবায়ক আফজাল হোসেন মান্না সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজ সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক মুমিনুল হক রাজা, ইশরাত মাহমুদ রাহাত, স্বপন আহমদ, আরাফাত রহমান, রাজীব আহমদ, মিজান আহমদ প্রমুখ। 
মিঠু তালুকদা : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের উদ্যোগে ৭ম দিনের মতো রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরীর শিবগঞ্জস্থ সেনপাড়া এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক দেবাংশু দাস মিঠু, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকি।
এসময় আরোও উপস্থিত ছিলেন আবুল বশর, লুৎফুর রহমান মুন, জয়দেব চক্রবর্তী, নূর আহমদ মুর্শেদ, ইমরুল কয়েস, জয়নাল আবেদীন, নিজাম উদ্দিন, রোমন আহমদ। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মী সহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
জালালাবাদ এডুকেশন সোসাইটি ঃ জালালাবাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লাস্থ শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জালালাবাদ এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চড়া জামেয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ছালেহ আহমদ, মেট্রো মেডিকেয়ারের পরিচালক আনোয়ার হোসেন পাঠান, শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুর রহমান, কয়ছর আহমদ চৌধুরী ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবুল কালাম। এসময় জালালাবাদ এডুকেশন সোসাইটির পক্ষ থেকে শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় ২ লক্ষ টাকার অনুদান চেক হস্তান্তর করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান শহীদ আহমদ চৌধুরী সাজু। 
গোয়াইনঘাট ঃ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে ধারাবাহিক ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৭নং নন্দীরগাও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ,  বিএনপি নেতা নুর আহমদ, এডভোকেট লিয়াকত আলী, যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান, বিএনপি নেতা ফরিদ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবদলের সদস্য খলিল আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, যুবদল নেতা বদরুল আলম, আব্দুল হালিম রিফাত ও ছাত্রদল নেতা গিয়াস রানা প্রমুখ।