রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই -------দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম 

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই -------দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম 

চলমান প্রেক্ষাপট, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় আগামী ১৮ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় গণঅনশন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মুহিবুর রহমান, ফোরামের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, আব্দুল মোতাওয়ালী ফলিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় নেতা আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, শাহিদুর রহমান জুনু, রফিকুল ইসলাম শিতাব, আফছারুজ্জামান আফছর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই।’-বিজ্ঞপ্তি