রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে গোয়াইনঘাট পরগনা বাজারে দু’শতাধিক  বন্যার্তদের মধ্যে ত্রাণ ও মশারি বিতরণ 

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে গোয়াইনঘাট পরগনা বাজারে দু’শতাধিক  বন্যার্তদের মধ্যে ত্রাণ ও মশারি বিতরণ 

ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের পরগনা বাজার মাদ্রাসায় বন্যায় ক্ষতিগ্রস্থ দু’শতাধিক মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও মশারি বিতরণ করা হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শামছুদ্দিন এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি  রোটারিয়ান আব্দুর রহমান এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের এসাইন এসিসটেন্ট গর্ভনর রোটারিয়ান পিপি এম এ রহিম। জনাকীর্ণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মো. আব্দুল মুকিত, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী ও রোটারিয়ান মো. এমদাদ হোসেন প্রমুখ। পরগনা বাজার এবং মাদ্রাসা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সেক্রেটারি আতিকুর রহমান, মুহতামিম মৌলানা আজিজুর রহমান, মাস্টার আবুল কালাম, মুরব্বি হারিছ আলী, মুরব্বি তৈয়ব আলী, আব্দুস সালাম, সোয়াব আলী, রহিম উল্লাহ, সাংবাদিক আব্দুর রহিম, ইসলাম উদ্দিন, শাহীন আহমদ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ.রহিম আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও নদী খননসহ গোয়াইনঘাটকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।