রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল এর উদ্যোগে  গোইয়ানঘাটে চক্ষু শিবির অনুষ্ঠিত

রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল এর উদ্যোগে  গোইয়ানঘাটে চক্ষু শিবির অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল ও চার্চ ওসওয়ার্ল্ডথ ইউসেল রোটারি ক্লাব ইউকে এর যৌথ উদ্যোগে গোইয়ানঘাটের পুকাশ স্কুল এন্ড কলেজে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জালালাবাদ চক্ষু হাসপাতাল মেজরটিলার সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট ও কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোটারিয়ান আফসার উদ্দিন আহমদ পিএইচএফ এর সভাপতিত্বে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  গোলাম কিবরিয়া হেলাল।

সাবেক চেয়ারম্যান ও প্রোগ্রামের উদ্যোক্তা রোটারিয়ান পিপি এমএ রহিম আরএফএসএম এর পরিচালনায় রোটারির সেবামূলক কর্মকান্ড ও আইক্যাম্প নিয়ে  বক্তব্য রাখেন আইক্যাম্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি ড. এম  শহিদুল ইসলাম এডভোকেট পিএইচএফ, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ আরএফএসএম, জেলা ৩২৮২ এর এসিসটেন্ট গভর্নর রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুর রহমান আরএফএসএম, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মনসুর আহমদ পিএইচএফ, রোটারিয়ান মো. এমদাদ হোসেন আরএফএসএম, জালালাবাদ চক্ষু হাসপাতালের প্রোগ্রাম ডাইরেক্টর পিংকু আব্দুর রহমান, পুকাশ স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ, হাতিপাড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন, গোয়াইনঘাট বাজারের ব্যবসায়ী কয়েস শাহরিয়ার প্রমুখ। 
উল্লেখ্য, রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল সিলেটের বিভিন্ন উপজেলায় ফ্রিচক্ষু সেবা দিয়ে আসছে। গোইয়ানঘাটের চক্ষু চিকিৎসা ক্যাম্পে আড়াই’শ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। তাছাড়া ২৯ জন ছানী রোগী বাছাই করা হয়। পরবর্তীতে জালালাবাদ চক্ষু হাসপাতালে এনে অপারেশনের ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তি