রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন

রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন

রয়েল ভিউ ডেস্ক:
ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়-এর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার চিকিৎসকরা। তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার পক্ষে মত দিয়েছেন তারা। ৯৬ বয়সী অসুস্থ রানির পাশে থাকতে স্কটল্যান্ডে রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবন বালমোরাল প্রাসাদের পথে রওয়ানা হয়েছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন এমন একটি খবর সম্প্রতি প্রকাশ পায়। তারপরই যুবরাজ চার্লস ও তার ছেলে ব্রিটিশ সিংহাসনের আরেক উত্তরাধিকারী উইলিয়ামের রানির সঙ্গে দেখা করতে স্কটল্যান্ড রওয়ানা হওয়ার খবর পাওয়া গেল।

বৃহস্পতিবার প্রিন্স চার্লসের রাজকীয় বাসভবন ক্লারেন্স হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, মহামান্য প্রিন্স অব ওয়েলস এবং ডচেস অব কর্নওয়াল বালমোরাল রওয়ানা হয়েছেন।

কেনসিংটন প্যালেস থেকেও উইলিয়ামের স্কটল্যান্ড যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।