রানির মরদেহ এখন ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছানোর অপেক্ষায়

রানির মরদেহ এখন ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছানোর অপেক্ষায়

রয়েল ভিউ ডেস্ক:
আজ ১৯ সেপ্টেম্বর, আজ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য করা হবে। ৮ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর লক্ষ লক্ষ মানুষ দিন রাত লাইন ধরে মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। কথা ছিলো সকাল ৬টা পর্যন্ত মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সবাই। তবে অতিরিক্ত ভিড়ের কারণে সেটা বাতিল করা হয় গতকাল ১৮ সেপ্টেম্বর রাত ১০টায়।  আজ লন্ডন সময় সকাল ৮টায় খুলে দেয়া হয়েছে ওয়েস্টমিনিস্টার অ্যাবের মূল দরজা। সারা বিশ্বের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যান্য আমন্ত্রিত ৫০০ অতিথিসহ ২ হাজার অতিথি আসা শুরু করেন ৮টা থেকেই।

এছাড়া সকাল থেকে লক্ষ লক্ষ লোক ভিড় জমিয়েছেন রানিকে শেষ বিদায় জানানোর জন্য। এই অন্তোষ্টিক্রিয়ার পুরো অনুষ্ঠান সারা বিশ্বের বিভিন্ন দেশে ৪১০ কোটি মানুষ লাইভ দেখবেন টিভিতে। টেলিভিশন সম্প্রচারের ইতিহাসে সবচেয়ে বড় নেটওয়ার্কের সম্প্রচার এটি।

সকাল ১০টা ৪৪ মিনিটে মরদেহ ওয়েস্টমিনিস্টার হল থেকে মরদেহবাহী কফিন নেওয়া হবে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। এই যাত্রাটির সম্মুখভাগে থাকবে রয়েল নেভি। পেছনে থাকবেন রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস এ্যান, প্রিন্স এন্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। সাথে থাকবেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। ১০টা ৫২ মিনিটে রানির মরদেহবাহী কফিন পৌঁছাবে ওয়েস্টমিনিস্টার এ্যাবেতে। 
এসময় ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আর্চবিশপ অব ক্যান্টাবারি জাস্টিন ওয়েলবাই যোগ দিবেন। কফিন রাখা হবে উঁচু বেদিতে। ঠিক ১১টায় শুরু হবে অন্তোষ্টিক্রিয়ার মূল পর্ব। এই পর্ব পরিচালনা করবেন ওয়েস্টমিনিস্টারের ডিন। এসময় প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও কমনওয়েলথ সেক্রেটারি প্যাট্রেসিয়া স্কটল্যান্ড বাইবেল থেকে পাঠ করবেন।

এরপর আর্চবিশপ অব ক্যান্টাবারি জাস্টিন ওয়েলবাই ধর্মের উপদেশ বানী পড়ে শুনাবেন। ঠিক ১১টা ৫৫ মিনিটে শেষ হবে অন্তোষ্টিক্রিয়ার পর্ব।

এরপর ৫ মিনিট সঙ্গীতের মধ্য দিয়ে সামরিক বাহিনী ও যুদ্ধকালীন রানির অংশগ্রহণ ও অবদান স্মরণ করা হবে। ঠিক ১২টায় ২ মিনিট নীরবতা পালন হবে সারাদেশে। এরপরই বেজে উঠবে জাতীয় সংগীত, শেষ হবে এক মহাকাব্যিক অধ্যায় ।-বাংলাদেশ প্রতিদিন