রোববার থেকে নিম্ন আদালতে  কালো কোট-গাউন পরতে হবে

রোববার থেকে নিম্ন আদালতে  কালো কোট-গাউন পরতে হবে

রয়েল ভিউ ডেস্ক : অধস্তন আদালতে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার ব্যাপারে রোববার থেকে আবারও বাধ্যবাধকতা তৈরি হচ্ছে। 
প্রধান বিচারপতির নির্দেশে গত বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন আদালতের মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীদের পোশাক সংক্রান্ত গত ১৩ মে জারি করা নির্দেশনা স্থগিত করা হলো। তীব্র গরমে ঢাকার বিচারিক আদালতে এক আইনজীবীর মৃত্যুর পর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পোশাক শিথিল করে ওই নির্দেশনা জারি করা হয়েছিল। ওই সময় জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিচারক ও আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই।