রমজান মাসে বান্দারা রবের সান্নিধ্য  লাভের আপ্রাণ চেষ্টা করে থাকে

রমজান মাসে বান্দারা রবের সান্নিধ্য  লাভের আপ্রাণ চেষ্টা করে থাকে

রয়েল ভিউ ডেস্ক : মাহে রমজানের শুরু থেকে নগরীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পৃথক আয়োজনে বক্তারা বলেছেন, রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। এ মাসে মহান আল্লাহর প্রিয় বান্দারা রবের সান্নিধ্য লাভের জন্যে আপ্রাণ চেষ্টা করে থাকে। রব বান্দাদের ভালোবেসে তাঁর রহমতের দরজা খুলে দেন। যাতে করে বান্দা ইবাদত বন্দেগী করে সহজে জান্নাত লাভ করতে পারে। 

জেলা ও মহানগর ছাত্রলীগ : সুবিধাবঞ্চিত মানুষদের সাথে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে ই্ফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে সুবিধাবঞ্চিত মানুষদের সাথে এক কাতারে বসে ইফতার করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 
সিলেট জেলা স্টেডিয়াম মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট জেলা ছাত্রলীগে সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদসহ নেতৃবৃন্দ। 

পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতি : পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর ধোপাদিঘীপারস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেটের পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. হাফিজ উল্লাহ, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য আব্দুল্লাহ খোকন, এডভোকেট রফিকুল ইসলাম, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রুমেল, এডভোকেট আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, ইসমাইল হোসেন, আমির হোসেন, রুহেল আহমদ, অরুণ কুমার পাল প্রমুখ। 

চাঁদপুর জেলা কণ্যাণ সমিতি সিলেট : চাঁদপুর জেলা কণ্যাণ সমিতি সিলেট’র ইফতার মাহফিল গতকাল শনিবার নগরীর  কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ডক্টর মোঃ শহিদুল্লাহ তালুকদার।  
সমিতির সভাপতি সিকৃবির অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহাজনপট্টির বাহার এন্টারপ্রাইজের ব্যবসায়ী মোঃ মহসিন ভূঁইয়ার পরিচালনায় কার্যকরী পরিষদের সকল সদস্য ও সকল আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হারুনুর রশিদ। 
ন্যাশনাল পিপলস পার্টি : ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সিলেট বিভাগীয় কমিটি। গতকাল শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
এনপিপির যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরের সভাপতি ইউসুফ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনিসুর রহমান দেওয়ান। 


সিলেট জেলা এনপিপির সভাপতি মনোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহবায়ক পরেশ চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার এনপিপির সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস, এনপিপির যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ এমাদুল হক রানা, এনপিপির সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এনপিপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমিনুর রহমান মুন্না, মামুন আহমদ, বিমল চন্দ, মোহাম্মদ আশরাফুল, শামীম আহমদ প্রমুখ। নেতাকর্মীদের বক্তব্য শেষে এনপিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলুসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন এনামুল হক এনাম।
সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদ : সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আম্বরখানাস্থ হোটেল পলাশ কনভেনশনের হলরুমে অনুষ্ঠিত হয়।

সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সভাপতি মো. আজিজুল হক এর সভাপতিত্বে ও পরিষদের ধর্ম সম্পাদক আফিজুল ইসলাম হাফিজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশী পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান, শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ চৌধুরী, এডভোকেট শামছুল ইসলাম, এডভোকেট তাহির আহমদ চৌধুরী পাভেল, এডভোকেট খোরশেদ আলম, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, অধ্যক্ষ সিফাত আলী, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ গোলাম রাব্বানী, পুলিশ ইনচার্জ পীযুষ কান্তি, শেখ আব্দুল লতিফ, তাপস রঞ্জন তালুকদার, মো. মাসুক মিয়া, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার আব্দুল হাই, শফিকুল ইসলাম চৌধুরী টিটু, সঞ্জয় চৌধুরী, সোহায়েল আহমদ চৌধুরী এবং দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অনেক গুণীজন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুর রশীদ কাসেমী। 


কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি : কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি সিলেটের ইফতার মাহফিল ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর সোবহানীঘাট জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ১৭০ জন ইয়াতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। 
সমিতির সভাপতি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক (অব.) ডাক্তার মোঃ আবুল হাসেম চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সহ অর্থ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, সহ সভাপতি আবদুল হালিম মোল্লা, সহ সভাপতি রফিকুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসাইন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন,  সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাফি মিলন, অর্থসম্পাদক মোহাম্মদ মোস্তফা নয়ন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এমদাদুল ইসলাম। ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন করেন জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসায় মুহতামিম।


রংপুর বিভাগীয় সমিতি সিলেট : রংপুর বিভাগীয় সমিতি সিলেটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল শনিবার কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 
রংপুর বিভাগীয় সমিতি সিলেটের সভাপতি এবং সিকৃবির এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্স অনুষদের প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির উপ- রেজিস্ট্রার (প্রশাসন) মো. ইউনুস আলীর পরিচালনায় বক্তব্য রাখেন শাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম (দিপু), মাউন্ট এডোরা হসপিটাল এর এম ডি প্রফেসর ড. কে এম আক্তারুজ্জামান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, রংপুর বিভাগীয় সমিতি সিলেটের সহ সভাপতি ও সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রফেসর ড. নির্র্মল চন্দ্র রায়, সহ সভাপতি ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক, শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মোখলেছুর রহমান, গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাহিনুর ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাকারিয়া মাহমুদ, মাউন্ট এডোরা হসপিটালের ডাক্তার মাহমুদুল হাসান, লাক্কাতুরা টি গার্ডেনের ম্যানেজার মো. আকতার শহিদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিনিয়র সহ সভাপতি মো. দুলাল হোসেন, দৈনিক সমকাল পত্রিকার সিলেটের ফটোসাংবাদিক ইউসুফ আলী, রংপুর বিভাগীয় সমিতি সিলেটের সহ সাধারণ সম্পাদক ও শাহজালাল মেডিকেল সার্ভিসেস এর রেডিওলজি ও এন্ড ইমেজিং ডিপার্টমেন্টের ইনচার্জ মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সিকৃবির ডিন কার্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ার অনুষদের সহকারি রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম (জুয়েল), মহিলা বিষয়ক সম্পাদক লাকী আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মো. রবিউল ইসলাম, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম (বেলাল), স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মো. শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য প্রফেসর ড. মো. ফুয়াদ মন্ডল, সিনিয়র ফটো সাংবাদিক মো. মামুন হাসান, মো. শাহারুল ইসলাম, মোমিনুল ইসলাম, এস এম মুরাদ প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান। 
হাজী নওয়াব আলী মার্কেট : হাজী নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী মার্কেটে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


হাজী নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুসামমুদ্দীন চৌধুরী ফুলতলি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেটের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, হাজী নওয়াব আলী মার্কেরের স্বত্বাধিকারী আব্দুল ফাত্তাহ ফাহিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মো. আফরোজ আলী, সহসভাপতি আবদুল হাদি, আজম আলী মিয়া, কোষাধ্যক্ষ আবদুর রকিব রুহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক নাহিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, প্রচার সম্পাদক আবদুল মানিক, ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছাদ মিয়া, সিনিয়র সহসভাপতি মো. আলেক মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আনিসুর রহমান তিতাস, সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. কওছর আলী, শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, ব্যবসায়ী পিয়ার উদ্দিন পিয়ার, খলিল আহমদ প্রমুখ। 
শ্রমিক কল্যাণ ফেডারেশন : শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বরইকান্দি নতুন মসজিদ প্রাঙ্গণে গত ৭ এপ্রিল আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি রেদওয়ান আহমদের সভাপতিত্বে ও সাইদুল আলম জাহাঙ্গীরের  সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমির রেহান আহমদ হারিছ, দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ সভাপতি কফিল উদ্দিন আলমগীর, সহ-সভাপতি বিলাল মিয়া, সেক্রেটারি হাবিবুর রহমান, সমাজসেবী সোহেল রানা প্রমুখ। 
সাউথ সুরমা এডুকেশন সোসাইটি : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সাউথ সুরমা এডুকেশন সোসাইটির উদ্যোগে ও হযরত আবুদৌলত-জাকারিয়া (র.) মডেল মাদরাসার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ এপ্রিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল হান্নান।


মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জাফরাবাদ উচ্চবিদ্যালয় এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুল কুদ্দুস, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা পীর মোঃ ফয়জুল হক ইকবাল, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খাঁন, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেডের ডিএমডি মাস্টার বদরুল ইসলাম, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী কামরুজ্জামান খাঁন ফয়সল, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল মুহিত, মাদরাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মাওলানা মাহবুব আলম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা লুৎফুর রহমান, হযরত আলী (রাঃ) একাডেমি এন্ড কমপ্লেক্সের সভাপতির ডাঃ গিয়াস উদ্দীন, লালাবাজার কিন্ডারগার্টেনের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত আলী লিমন, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আনহার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লালাবাজার এজেন্ট শাখার ইনচার্জ নজরুল ইসলাম, লালাবাজার ১নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শহীদ রেজা, বাঘরখলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি শাহ তালেবুর রহমান, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দক্ষিণ সুরমা শাখার পরিচালক ইয়াকুব আলী প্রমুখ। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তুফায়েল আহমদ এবং মোনাজাত পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ।