প্রাতঃভ্রমণ ক্লাবের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা

রমজান মাসে শিশু মননে ইসলামি  চেতনার বীজ বপন করতে হবে : প্রফেসর মাহমুদুল হাসান

রমজান মাসে শিশু মননে ইসলামি  চেতনার বীজ বপন করতে হবে : প্রফেসর মাহমুদুল হাসান

সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান বলেছেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এই রমজানে শিশুকিশোরদের মননে কুরআনের শিক্ষা ও ইসলামি সংস্কৃতির বুনিয়াদ গড়ে দিতে হবে। তিনি বলেন, শিশু মননে ইসলামি চেতনার বীজ বপন করা হলে তারা ধর্ম ও নৈতিকতায় উদ্বুদ্ধ হবে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে তাদের আগ্রহ সৃষ্টি হবে।
গতকাল বুধবার নগরীর শাহজালাল উপশহর বি ব্লক জামে মসজিদে প্রাতঃভ্রমণ ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রাতঃভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ও প্রাতঃভ্রমণ ক্লাবের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সুবহান, জালালপুর আলিয়া মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল মুকিত লস্কর, সাবেক ব্যাংকার সাদ উদ্দিন, একেএম শামসুন নূর, আবুল ফজল, সাবেক পুলিশ কর্মকর্তা কওসার আহমদ হায়দরী ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আহমদ মাহবুব ফেরদৌস।
স্বাগত বক্তব্যে মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০১২ সালে প্রাতঃভ্রমণ ক্লাবটি গঠনের পর থেকে ফ্রি খৎনা, চক্ষু শিবির, শীতবস্ত্র বিতরণ, দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ বছর রমজানে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে নতুন দিগন্তের সূচনা করেছে। তিনি এই ধারা অব্যাহত রাখার জন্য উপশহরবাসীর প্রতি আহবান জানান। 

অনুষ্ঠানে তিনটি গ্রুপে কেরাত, হামদ নাত ও ইসলামি সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয়া শতাধিক প্রতিযোগী মধ্যে ১৮জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। প্রাতঃভ্রমণ ক্লাবের প্রাক্তন সদস্য মরহুম ছালিক উদ্দিনের পরিবারে পক্ষ থেকে বই ও মরহুম আব্দুল মুক্তাদিরের পরিবারের পক্ষ থেকে ইফতারির ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি