বিভিন্ন স্থানে পৃথক ইফতার মাহফিলে বক্তারা

রমজানের শিক্ষা সমাজজীবনে  প্রয়োগ করতে হবে

রমজানের শিক্ষা সমাজজীবনে  প্রয়োগ করতে হবে

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পৃথক ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, রোজা হলো রমজানের সেরা অনুষঙ্গ। রহমত, বরকতে পরিপূর্ণ রমজান মানবজীবনের প্রতিটি ক্ষেত্রজুড়ে প্রভাব বিস্তার করে আছে। রমজান ইমানের পরিপূরক, বেহেশতের সওগাত। তাই, রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রমজানের শিক্ষা সমাজজীবনে প্রয়োগ করতে হবে। 
কর অঞ্চল সিলেট : কর অঞ্চল সিলেটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. এহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার মো. মর্তুজা শরীফুল ইসলাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। 

উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. আবু সাঈদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত করেন মাওলানা ওলিউর রহমান। 

আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ : পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমটির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান। 

স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির অভিভাবক সদস্য ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুজিব মালদার, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল হাসনাত, আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সচিব ও দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক শমসের আলী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর খান, রসময় মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম, রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুমিত, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান খোরাশানী, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, পুরান কলারুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ, আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ গভার্নিংবডির সাবেক শিক্ষানুরাগী সদস্য পুলক কবীর চৌধুরী, সিলেট ক্যামব্রিজ গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জিল্লুর রহমান জিলু ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শাহনুর আলম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, হাইস্কুল শাখার সিনিয় সহকারি পারভীন বেগম, সহকারী শিক্ষক আশফাক আহমদ চৌধুরী, হেলাল উদ্দিন, মমতাজ বেগম, আব্দুর রকিব মানিক, মোহাম্মদ রুহুল আমীন, প্রভাষক নুরে কামাল ভুইয়া, রুহেলা বেগম, সাবরিনা সুলতানাসহ হাইস্কুল, কলেজ ও কিন্ডারগার্টেন শাখার সকল শিক্ষক-কর্মচারী। 

নয়াসড়ক ক্রীড়া সংস্থা : পবিত্র মাহে রমজান উপলক্ষে নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ও সংস্থার উপদেষ্টা প্রবাসী আওলাদ হোসেন এবং আহমার হোসেইন, আফরিদ হোসেইন, আরিয়ান হোসেইনের সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর কাজিটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম-আল আমিন মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল গণি আরেফিন জিল্লুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কএমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ৩৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল। আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি নাজিম উদ্দিন, রাজু আহমদ প্রমুখ। 
ছাতক পৌরসভা : ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব  সংবাদদাতা জানান, ছাতক পৌরসভার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে এ ইফতার অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা ইঞ্জিনিয়ার আবুল মনসুর মিয়া, লাফার্জ হোলসিম’র ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর হারপাল সিং, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার ওসি(তদন্ত) আব্দুল আউয়াল, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ব্যবসায়ী আব্দুল মুমিন চৌধুরী, এবি ব্যাংক ছাতক শাখার ম্যানেজার দিপঙ্কর দাস পলাশ, ইসলামী ব্যাংক ছাতক শাখার ম্যানজোর মোহাম্মদ সোলায়মান, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফজলু মিয়া চৌধুরী, এডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল আলম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, শফিকুল ইসলাম, ছালেক মিয়া, সাবেক পৌর কাউন্সিরর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, মাসুক মিয়া, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুণ দাস, আওয়ামীলীগ নেতা আবু সাইদ চৌবুরী বাবুল, এবাদুল হক এমাদ, ব্যবসায়ী হাজী আবুল হায়াত, জাপার কেন্দ্রিয় সদস্য আলহাজ্ব জাহাঙ্গির আলম, জাপা নেতা সামছুদ্দিন মিয়া, ব্যবসায়ী এলাইছ মিয়া চৌধুরী, ইসাদ আলী, শাহ ইলিয়াছ, হাজী আকবর আলী, হাজী আলী আশকর সোহাগ, শরীফ আলম, সাদিক মিয়া তালুকদার, হুসেন আহমদ, লায়েক মিয়া, আব্দুস ছাত্তার সহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।  
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পঙ্গু মানুষদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আম্বরখানা এলাকায় এ বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া ও সাধারণ সম্পাদক লিটন আহমদ, বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু, কামাল আহমদ, নজির হোসেন, কয়েস আহমদ সাগর, মানিক মিয়া, মনির মিয়া, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলন, এ কে এম শাহজাহান, সেলিম আহমদ, কামরুজ্জামান দীপু, মাহবুব রশীদ, রাজু আহমদ, হানিফুর রহমান হানু, শাহীন আহমদ, মঈনুল হক, যুবদল নেতা এনামুল হক সোহেল ও সৈয়দ রহিম আলী রাসু, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম, মহানগর সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নয়ন পাশা ও সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমুখ।
ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক : সিলেট সিটি কর্পোরেশনের ২০নম্বর ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের উদ্যোগে ৯ম দিনের মতো রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর শিবগঞ্জস্থ খরাদিপাড়া বৈশাখী এলাকায় বায়তুন্ নুর জামে মসজিদ ও বিভিন্ন কলোনীতে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. এমদাদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য কনক পাল অরূপ, হুসাইন মুহাম্মদ সাগর। এসময় উপস্থিত ছিলেন তাজ উদ্দিন আহমদ, রোমায়ন কবির সিদ্দিকী, সোলেমান চৌধুরী, ফুয়াদ হোসেন, ইমরান সিদ্দিকী সৌরভ, মিলাদ হোসেন, মিসকাত সিদ্দিকী। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মী সহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আনোয়ার মিয়া ও রেহানা বেগম ফাউন্ডেশন : আনোয়ার মিয়া ও রেহানা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা এতিম শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার মিয়া ও রেহানা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী আনোয়ার মিয়া। 
ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহেনা বেগম, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট সমাজসেবী সিলেট যুব উন্নয়ন অন্যতম সদস্য এম.ডি লিমন আহমদ, কটালপুর মাদ্রাসার মুফতি হাফিজ কারী সেরাজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন মাওলানা কারী আব্দুল আলীম কটালপুরী, সালমান আহমদ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও শিক্ষার্থীবৃন্দ। পরে আনোয়ার মিয়া ও রেহানা বেগম ফাউন্ডেশন উদ্যোগে মাদরাসা মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
তারা মিয়া ট্রাষ্ট  : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সিলেটের তারা মিয়া ট্রাস্ট ইউকে ও ইউএস, এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  গতকাল মঙ্গলবার নগরীর পাঠানটুলা এলাকায় এই বিতরণী অনুষ্ঠিত হয়। 
বিতরণের এসময় উপস্থিত ছিলেন, পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমেদ, তারা মিয়া ট্রাস্ট বাংলাদেশ প্রতিনিধি রাসেল আহমদ, তারা মিয়া ট্রাস্ট বাংলাদেশের প্রধান সমন্বয়কারী  রাশেদ আহমেদ, এসময় তারা মিয়া ট্রাস্ট ইউ এস সম্মানিত সদস্য আজাদ হোসেন, শাকিল আহমেদ, মুৃরাদ আহমেদ। 
বেস্ট ওয়ান সিকিউরিটি সার্ভিস : সিলেট নগরীর শাহজালাল উপশহরে বেস্ট ওয়ান সিকিউরিটি সার্ভিস প্রাইভোট লিমিটেড সিলেট জোনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিসিকের ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান নজির আহমদ আজাদ’র সভাপতিত্বে ও বেষ্ট ওয়ান সিকিউরিটি সার্ভিস সিলেট জোনের নির্বাহী পরিচালক জুবের মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, বেষ্ট ওয়ান সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সিলেটের প্রভাষক ডাঃ মোঃ মহিব বুল্যাহ, প্রভাষক ডাঃ আক্তার হোসেন, সমাজসেবক ইংল্যান্ড প্রবাসী হোজাইফা রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘিরপার শাখার এ বি পি ম্যানেজার, মোঃ ফারুক মিয়া, এস.আই মিল্টন রায় চৌধুরী। উপস্থিত ছিলেন বেষ্ট ওয়ান সিকিউরিটি সার্ভিস সিলেট জোনের পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন, জেনারেল ম্যানেজার রাসেল আহমদ, ম্যানেজার অপারেশন এনামুল হক। এছাড়াও ব্যবসায়ী, সামাজসেবী ও সুধীজন উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত ইফতার মাহফিলে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।