রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অস্ত্র গুদাম চূর্ণবিচূর্ণ

রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অস্ত্র গুদাম চূর্ণবিচূর্ণ

রয়েল ভিউ ডেস্ক :
ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভের কাছাকাছি অবস্থান নিয়েছে রুশ সেনারা। কিয়েভ, খারকিভ, মারিওপোলসহ প্রধান শহরগুলোকে কেন্দ্র করে লড়াই চললেও আকাশপথে পুরো ইউক্রেনেই হামলা চালাচ্ছে রুশ সেনারা।

এবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনীর একটি অস্ত্র গুদাম ধ্বংস করার জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ সেনারা।

আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুদ্ধক্ষেত্রে এই প্রথমবারের মতো হাইপারসনিক প্রযুক্তির ‘কিনজাল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ সেনারা। ক্ষেপণাস্ত্রটি সফলতার সঙ্গে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের ও বিমানের সরঞ্জামের ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।

২০১৮ সালে এই ক্ষেপণাস্ত্রটিকে সার্ভিসে নিয়ে এলেও রাশিয়া এর আগে কখনো যুদ্ধের ক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি। যদিও এএফপির কাছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ক্ষেপণাস্ত্রটি কারপাথিয়ান পর্বতমালার পাদদেশে দিলিয়াতিন গ্রামে আঘাত হানে। ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র ৩০ মাইল।

রাশিয়ার তৈরি করা সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনজাল’। যার গতিবেগ শব্দের চেয়ে ১০ গুণ বেশি। অর্থাৎ এক সেকেন্ডে এটি ৩ কিলোমিটারেরও বেশি অতিক্রম করতে সক্ষম। এমনকি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কিনজাল’ ক্ষেপণাস্ত্রকে একটি ‘আদর্শ অস্ত্র’ হিসেবে অভিহিত করেছেন।