রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউক্রেনে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে রাশিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউক্রেনে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে রাশিয়া

রয়েল ভিউ ডেস্ক :
সামরিক অভিযানের কারণে ইউক্রেনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। যুদ্ধ ও পরবর্তী পরিস্থিতির কারণে যেসব বাংলাদেশি শিক্ষার্থী ইউক্রেনে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, তাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার সুযোগ দিচ্ছে রাশিয়া।

সোমবার ঢাকায় রাশিয়ার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে তথ্যও চেয়েছে দূতাবাসটি।

আবেদনকারী শিক্ষার্থীদের রাশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে পড়তে আগ্রহী সেটি জানাতে হবে। এ ছাড়া রাশিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইউক্রেনের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন, তার প্রমাণপত্রের অনুলিপি দিতে হবে।

শিক্ষার্থীর পরিচয়পত্রের কপি এবং রেকর্ড বইয়ের কপিও দিতে হবে, যেখানে শিক্ষার্থীর পড়াশোনার সর্বশেষ অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে একটি হটলাইন (+৭ ৪৯৫ ১২২-২২-৬৮) চালু আছে।

সোমবার থেকে শনিবার মস্কোর স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই নম্বরে ফোন দিয়ে তথ্য নেয়া যাবে।