রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সহকারি কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী রোববার (২৯ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি.............রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশার ঘাসিবর্ণী এলাকায়।

বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষে এসিল্যান্ড অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।  
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, ৪নং লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘাসিবর্ণী গ্রামের বিশিষ্ট মুরব্বী ময়নুল ইসলাম চৌধুরী, মাহবুবুল কাদির চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, কাজী মাওলানা আবুল কালাম চৌধুরী, মাওলানা ছালেহ আহমদ, আব্দুল হাই চৌধুরী, আসাদ আহমদ চৌধুরী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা দেলওয়ার হুসেন, হাফিজ মোস্তফা আহমদ, মাস্টার জামিল আহমদ চৌধুরী, আব্দুল করিম, আব্দুল জব্বার, নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি