রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও গণহত্যার  বিচার নিয়ে ধৈর্য আহ্বান  মার্কিন আন্ডার সেক্রেটারির 

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও গণহত্যার  বিচার নিয়ে ধৈর্য আহ্বান  মার্কিন আন্ডার সেক্রেটারির 

রয়েল ভিউ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার-বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন এবং রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার বিচারের জন্য ধৈর্য ধরতে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিনিধি দল এই আহ্বান জানান।
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ১২ লাখের অধিক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন। বিকেলে কক্সবাজারে শরণার্থী কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠককালে তিনি রোহিঙ্গাদের নতুন একটি ডোনেশনের আশ্বাস দেন। 

বৈঠকে জানানো হয়, এ বছর রোহিঙ্গাদের খাদ্যপণ্যের সহায়তা প্রতি রোহিঙ্গা পিছু মাসিক ১২ ডলার থেকে ৮ ডলার করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই ডোনেশনের আশ্বাস দেন বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।