লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে কৃষকের আত্মহত্যা!

লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে কৃষকের আত্মহত্যা!

রয়েল ভিউ ডেস্ক:নওগাঁর পত্নীতলায় মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন এক কৃষক। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ইয়াকুব আলী (৫৫) ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বন্দুকটি ইয়াকুব আলীর লাইসেন্সকৃত বলে জানিয়েছেন থানার ওসি সামসুল আলম শাহ।

নিহতের পরিবার জানায়, সকালে ইয়াকুব আলী তার স্ত্রীর সঙ্গে বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ তিনি কাজ থেকে উঠে ঘরে চলে যান। একটু পরে স্ত্রী ঘর থেকে গুলির শব্দ শুনতে পান। তিনি ঘরে গিয়ে স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তার পাশেই লাইসেন্সকৃত বন্দুকটি পড়ে ছিল। ওই ঘরেও অন্য কেউ ছিলেন না বলে জানিয়েছেন নিহতের স্ত্রী।  

এ সময় ইয়াকুবের দুই ভাই পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। তারও গুলির শব্দ শুনে উঠে ওই ঘরে আসেন।

পত্নীতলা থানার ওসি মো. সামসুল আলম শাহ বলেন, আত্মহত্যার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।