লেখাপড়া ও গবেষণার পাশাপাশি  খেলাধুলার প্রয়োজন -----শাবি উপাচার্য

লেখাপড়া ও গবেষণার পাশাপাশি  খেলাধুলার প্রয়োজন -----শাবি উপাচার্য

শাবিতে টেনিস কোর্ট উদ্বোধন


শাবি প্রতিনিধি : শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের জন্য সুখবর হলো বিশ্ববিদ্যালয়ে আমরা দশতলা ভবন তৈরি করবো। যেখানে প্রথম তিনতলা হবে বিশ্ববিদ্যালয় ক্লাব, বাকি সাততলা হবে উন্নত মানের গেস্ট হাউস। অচিরেই আমরা এটির কাজ শুরু করতে পারবো। ইতোমধ্যে আমরা একনেক থেকে অনুমোদন পেয়েছি।

মঙ্গলবার সকাল ১১টায় শাবি শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ৫১ লাখ টাকা ব্যয়ে নির্মিত টেনিস কোর্ট উদ্বোধনকালে তিনি একথা বলেন।
বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে তিনি বলেন, লেখাপড়া ও গবেষণার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। তাছাড়া শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড খুব জরুরি। আমরা সেদিকে খুব জোর দিচ্ছি। আমরা আগামীতে খেলাধুলার জন্য অনেক বেশি বাজেট বৃদ্ধি করবো। সাংস্কৃতিক কর্মকান্ড যাতে আরো বেগবান হয় সেজন্য আমরা ব্যবস্থা নেব। 
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গণি, ইন্সটিটিউট অব মডার্ণ ল্যাংগুয়েজেসের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর তৈমুর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কাজে সংশ্লিষ্টদের অবগত করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের গুণগত মান বজায় থাকতে হবে। তা না হলে আমাদের এত পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও আইআইসিটি ভবনের কাজ নিম্নমানের হওয়ায় এগুলো আমাদের শিগগিরই ভেঙে ফেলতে হবে। এজন্য কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। 
জানা যায়, প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্লাবের মধ্যখানে শিক্ষক ও কর্মকর্তাদের খেলাধুলার জন্য টেনিস কোর্টটি নির্মাণ করা হয়।