লিটনকে সিলেটের নাট্যাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা 

লিটনকে সিলেটের নাট্যাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা 


নাট্য ও সাংস্কৃতিক সংগঠক, কথাকলি সিলেটের সদস্য আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে নাট্যাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে শিশু ও নারীর প্রতি যৌন হেনস্থা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগের প্রেক্ষিতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অডিও ক্লিপ প্রকাশ হওয়ায় সম্মিলিত নাট্যপরিষদ সর্বসম্মতিক্রমে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।  
গত সোমবার রাত দশটায় নাট্য পরিষদের মহড়াকক্ষে নাট্য পরিষদের নীতিনির্ধারণী পরিষদের আহবানে জরুরি সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। অন্যতম পরিচালক অর্ধেন্দু কুমার দাশের পরিচালনায় সভায় সদস্য সংগঠনগুলোর লিখিত প্রস্তাব পর্যালোচনার মাধ্যমে নাট্যকর্মীদের সুরক্ষায় বিশেষ সেল ও ভিকটিম সাপোর্ট কমিটি গঠনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় আমিনুল ইসলাম চৌধুরী লিটনের বিষয়ে কথাকলি সিলেটের লিখিত জবাব নাট্য পরিষদের কাছে সন্তোষজনক না হওয়ায় তাদেরকে পরবর্তী চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক সুস্পষ্ট জবাব ও গঠনতান্ত্রিক মোতাবেক কেনো সংগঠনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ হবে না তা জানতে চেয়ে চিঠি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সম্মিলিত নাট্য পরিষদভুক্ত সদস্য সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় বক্তব্য রাখেন,পরিষদের অন্যতম পরিচালক অনুপ কুমার দেব, সাবেক পরিচালক ও নান্দিক নাট্যদলের প্রতিনিধি কনোজ চক্রবর্তী বুলবুল, সাবেক সভাপতি নিরঞ্জন দে যাদু, সাবেক সাধারণ সম্পাদক ও কথাকলি সিলেট এর সভাপতি শামসুল বাসিত শেরো, সাবেক সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, কার্যনির্বাহী কমিটির সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উদীচী সিলেট এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. অভিজিৎ দাস জয়, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, দর্পণ থিয়েটার এর সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ বাবু, নাট্যায়ন সিলেট এর সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, দিগন্ত থিয়েটারের দিবাকর সরকার শেখর, নবশিখা নাট্য দলের সভাপতি ধ্রুবজ্যোতি দে, লিটল থিয়েটার, সিলেটের প্রতিনিধি দেবাশীষ দেবু, থিয়েটার সিলেটের প্রতিনিধি কামরুল হক জুয়েল, ফারজানা সুমি, দিগন্ত থিয়েটার প্রতিনিধি কামরুন নাহার শাওন, নগরনাটের প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি