লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসúিটালিটি  ম‍্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসúিটালিটি  ম‍্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

রয়েল ভিউ ডেস্ক : লিডিং ইউনিভার্সিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাব (এলইউটিসি) এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্ন এবং ডাস্টবিন বিতরণ কর্মসূচি পালন করা হয়। গত রোববার বেলা ২টায় সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক‍্যাম্পাসে চলমান বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিকতায় বৃক্ষরোপণ করেছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লিডিং ইউনিভার্সিটি'র উপাচার্য অধ্যাপক প্রফেসর ড. কাজী আজিজুল মওলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, লিডিং ইউনিভার্সিটি'র প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয়  প্রধান, সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল হালিম এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক প্রফেসর ড. কাজী আজিজুল মওলা বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করেন। 

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন জাতের ছায়া ও ফল প্রদানকারী গাছ যেমন আম, কাঁঠাল, নিম, কৃষ্ণচূড়া রোপণ করা হয়। তারপর ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গণ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলে পরিবেশকে দূষণমুক্ত রাখতে লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেয়া হয়।