লায়ন্স ক্লাব অক্টোবর সার্ভিস  মাস উপলক্ষে র‌্যালি

লায়ন্স ক্লাব অক্টোবর সার্ভিস  মাস উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে জেলা ৩১৫বি১ এর সিলেট বেইসড লায়ন্স ক্লাবসের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লায়ন্স শিশু হাসপাতাল পর্যন্ত র‌্যালিতে অংশগ্রহণ করে লায়ন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি, লায়ন্স ক্লাব অব সিলেট সিটি, লায়ন্স ক্লাব অব সিলেট এমিনেট, লায়ন্স ক্লাব অব সিলেট রোজ, লায়ন্স ক্লাব অব সিলেট এগ্রিকালচার, ইউনিভার্সিটি। র‌্যালির শুরুতে বেলুন উড়িয়ে অক্টোবর সার্ভিস মাসের সূচনা করেন প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, লেডি গর্ভনর শিরিন আক্তার রুবি, আইপিডিজি দেওয়ান নাসিরুল হক এমজেএফ, লায়ন সারওয়ার জাহান জামিল। র‌্যালি পরবর্তী লায়ন্স শিশু হাসপাতালে ২০২৩-২০২৪ এর জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ-এর গ্রেডার ফিলেশিপ বেটার সার্ভিস শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর প্রণব কান্তি দাস। অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটি সিলেট বেইসড এর চেয়ারম্যান লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ এর সভাপতিত্বে ও লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের এমজেএফ এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটির চেয়ারম্যান লায়ন মীর সফিকুল ইসলাম কনক, কেবিনেট সেক্রেটারি লায়ন আসিকুজ্জামান চৌধুরী ইমন, ট্রেজারার লায়ন আফজাল সরদার। আরো উপস্থিত ছিলেন- সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন কে শেলী, লায়ন আসমা কামরান, লায়ন নাজনীন হোসেন, লায়ন শামসুল আলম খান সাজু, লায়ন সাজওয়ান আহমদ, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন এডভোকেট গংগেশ চন্দ্র দাশ, লায়ন আব্দুল্লাহ আল মামুন শ্যামল প্রমুখ। সেমিনার শেষে সিলেটের সকল লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সিলেটে দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি