শেওলা ব্রীজ হতে শেওলা স্থল বন্দর পর্যন্ত রাস্তার বেহালদশা : মেরামতের দাবিতে স্মারকলিপি

শেওলা ব্রীজ হতে শেওলা স্থল বন্দর পর্যন্ত রাস্তার বেহালদশা : মেরামতের দাবিতে স্মারকলিপি

রয়েল ভিউ ডেস্ক:
বেশ কিছুদিন যাবৎ বিয়ানীবাজার উপজেলার শেওলা ব্রীজ হতে শেওলা স্থল বন্দর পর্যন্ত রাস্তার স্থানে স্থানে ভেঙ্গে গর্ত তৈরী হয়েছে। বর্তমানে রাস্তার এই গর্তে বৃষ্টির পানি জমে কাদায় বেহাল অবস্থা তৈরী হয়েছে। উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা খুবই ঝুঁকিপূর্ন। সড়কটি সংষ্কারের দাবি জানিয়েছেন কয়লা আমদানী কারক গ্রুপের নেতৃবৃন্দ। তারা গতকাল সোমবার সড়ক ও জনপথ বিভাগ সিলেটের তত্বাবধায়ক প্রকৌশলীর সাথে সাক্ষাত করে স্মারকলিপি দিয়ে এই দাবি জানান।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, শেওলা স্থল বন্দর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ন স্থল বন্দর। ভারত হতে বিপুল পরিমানে পাথর, কয়লা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, পিঁয়াজ ও আদা আমদানী হয়ে থাকে এবং বাংলাদেশ হতে বিপুল পরিমানে সিমেন্ট, মাছ, তুলা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রপ্তানী হয়ে থাকে। তাছাড়া শেওলা বর্ডার দিয়ে শত শত যাত্রী ভারতে যাতায়াত করেন। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব আয় করে। আমদানী রপ্তানী বানিজ্য তথা রাজস্ব আয়ের স্বার্থে উক্ত রাস্তাটি জরুরী মেরামত করা প্রয়োজন। সম্প্রতি কয়লা আমদানী কারক গ্রুপের পক্ষ থেকে মেরামত করা হলেও তা যতেষ্ট নয়। সোমবার সকালে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের একটি প্রতিনিধিদল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের কার্যালয় সড়ক ভবনে সাক্ষাত করেন ও স্মারকলিপি প্রদান করেন। তারা জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামতের দাবী জানান। নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান জরুরী বিবেচনায় রাস্তাটি মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্থ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, চেম্বারের সহ-সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী ও জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি