শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেয়া সেই পৌর মেয়র বহিষ্কার

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেয়া সেই পৌর মেয়র বহিষ্কার

রয়েল ভিউ ডেস্ক :
দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেয়ার ঘটনায় পৌরসভার মেয়র শাহ্ নেওয়াজ শাহানশাহকে দলীয় সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুর একটায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ এবং সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করেছেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে। বিষয়টি সংগঠনের জন্য বিব্রতকর। সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে এবং অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সদস্য পদ থেকে শাহ নেওয়াজ শাহানশাহকে বহিষ্কার পূর্বক অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, বিজয় দিবসের অনুষ্ঠানে শহিদ মিনারে ফুল দেয়ার সময় দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ৫ নাম্বারে ডাকায় মেয়র শাহনেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালাগাল এবং থাপ্পড় মারেন। এই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।