হেল্পিং হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শিক্ষা হচ্ছে একটি জাতির মূলচালিকা শক্তি  : অধ্যাপক মোঃ জাকির হোসেন

শিক্ষা হচ্ছে একটি জাতির মূলচালিকা শক্তি  : অধ্যাপক মোঃ জাকির হোসেন

 রয়েল ভিউ ডেস্ক :

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আজকের ছাত্র-ছাত্রীরাই নেতৃত্ব দেবে। সে জন্য ছাত্র-ছাত্রীদের শুধু পড়াশোনা করলেই হবে না সুযোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মানুষ হিসেবে গড়ে উঠলেই জাতি এগিয়ে যাবে। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। ইতোমধ্যে  সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইলের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বছরের প্রথম দিনেই কোমল মতি শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষাদের ডিজিটালাইজেশন করা হয়েছে। যার প্রতিফলন আমরা করোনাকালীন সময়ে দেখেছি। করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের ক্লাসের কার্যক্রম চালিয়ে গেছে। যার ফলে তারা শিক্ষা থেকে সরে যাওয়ার সুযোগ পাইনি। শিক্ষা হচ্ছে একটি জাতির মূলচালিকা শক্তি। সে জন্য শিক্ষা খাতে সরকারের গুরুত্ব অব্যাহত রয়েছে। 

শুক্রবার (১লা ফেব্রুয়ারী) মেজরটিলা স্কলার্সহোম কলেজের হলরুমে হেল্পিং হার্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা'র নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত উন্নয়নশীল দেশ। তিশ বছর আগে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র ১৫০ ডলার। সেই অবস্থা থেকে বর্তমানে মাথাপিছু আয় ২৫০০ ডলারের ওপরে দাঁড়িয়েছে। সবদিক বিবেচনায় বাংলাদেশের উন্নত সমৃদ্ধ দেশ হওয়ার হাতছানি দিচ্ছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তা অর্জন করতে হবে। 

হেল্পিং হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াদ আহমেদ মিনহাজ এর সভাপতিত্বে ও আবু সুফিয়ানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, লেখক ও কলামিস্ট  অমিতাভ চক্রবর্ত্তী রনি। তিনি বলেন, ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের গঠনের পর দেশে মাত্র ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ৬৪ টি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। 

সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে খুব আন্তরিক। এই সরকারের আমলেই শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।  বিভিন্ন ল্যাব স্থাপন করা হয়েছে। যা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের অনুষ্ঠান  শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। হেল্পিং হার্ট ফাউন্ডেশনের জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু বলেন, আমাদের প্রধান অতিথি শুধু রাজনীতিবিদই নয় তিনি অধ্যাপনার সাথে সম্পৃক্ত আছেন। সুতরাং উনার অধ্যাপনা জীবন থেকে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মনজু আহমদ, সিলেট জেলা ছাএলীগ নেতা রুহেল আহমদ, উপস্থিত ছিলেন হেল্পিং হার্টফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াদ আহমেদ মিনহাজ ও প্রতিষ্ঠাতা আবু সুফিয়ানসহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক মিন্টু চন্দ্র দাস, প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন।