শেখ রাসেলের জন্মদিন  পালনের আরো খবর

শেখ রাসেলের জন্মদিন  পালনের আরো খবর

মহানগর ছাত্রলীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাদ আছর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদসহ সকল ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলসহ তার পরিবারের শহীদ সদস্যদবৃন্দ এবং গৌরবময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

সিকৃবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় গত বুধবার দুপুরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শেখ রাসেল দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভূঞা । ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন বৃন্দ, রেজিস্ট্রার, দপ্তর প্রধানবৃন্দ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র -ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজনসহ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

স্কলার্সহোম : স্কলার্সহোম মেজরটিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। গত বুধবার শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন, বৃক্ষরোপণ এবং আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেখ রাসেলকে নিবেদিত শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি। সকাল ১০ টায় কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. ফয়জুল হক। অতঃপর আইসিটি বিভাগের উদ্যোগে শেখ রাসেলকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেখ রাসেলের উপর আলোচনা রাখেন বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মাওলা চৌধুরী। শিক্ষার্থীদের মধ্য থেকে শেখ রাসেলের প্রতি অনুভূতি ব্যক্ত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা ইমতিয়াজ এবং আবু বকর সিদ্দিক।
জেলা ক্রীড়া অফিস : জেলা ক্রীড়া অফিস সিলেট কর্তৃক যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট  ক্রীড়া সংগঠক ও কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুক আহমদ, ইউনিসেফ সিলেটের চাইল্ড প্রটেকশন কমিউনিটি মোবালাইজার মো: শফিকুল ইসলাম ও পলাশী মজুমদার  (সিপিসিএম)। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ: নানান কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া-প্রার্থনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা আশরাফ উজ্জামান, প্রকৌশলী আবু সাঈদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ আহমদ। এসময় অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তাপুর : জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল'র ৬০ তম জন্ম দিন শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেখ রাসেল'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রণিসম্পদ অফিসার ডা: আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল প্রমুখ। 
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ : শেখ রাসেলের জন্মবার্ষিকী ‘শেখ রাসেল দিবস-২০২৩’ যথাযোগ্য মর্যাদায় ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও প্রভাষক মো. নজরুল ইসলাম এর পরিচালনায় শেখ রাসেল এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শামসুন নাহার বেগম, কৃপাসিন্ধু দাস, জান্নাত আরা খান, সনজিৎ নারায়ণ চৌধুরী, বাবুল চন্দ্র দেব। এছাড়া সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক রমেন্দু বিকাশ দে, বরণ কুমার চৌধুরী, শাহ শফিকুল আলম, নিখিল রঞ্জন দাস, প্রভাষক আমিন উদ্দিন, শিল্পী সমাজপতি, আবুল হাসনাত, কুতুব উদ্দিন, মফিজুল ইসলাম, খলিলুর রহমান, শাহীন রাজা, ও রাখাল কৃষ্ণ তারণ। এছাড়া শেখ রাসেল দেয়ালিকায় লেখা  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী শিক্ষার্থী হাসান আহমদ, মো. ইমন আহমদ হাবিব, তাহমিনা বেগম, মার্জিয়া বেগম, ব্রীথি সোম তন্বী ও পপি বেগমকে পুরস্কৃত করা হয়।  
শান্তিগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগেেঞ্জ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুস্পস্তক অর্পণের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৗশলী আল নূর তারেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা সনদ্বীপ বিশ্বাস, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।