শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করবেন আইসিসি প্রধান

শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করবেন আইসিসি প্রধান

রয়েল ভিউ ডেস্ক:
দুই দিনের সফরে রোববার বাংলাদেশে আসছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে। এদিনই তিনি ক্রিকেটের বিভিন্নি অবকাঠামো ঘুরে দেখবেন। পরিদর্শন করবেন পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বার্কলের ঢাকা সফরের কর্মসূচি নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শনিবার বিকেলে তিনি বলেন, ‘কালকে আসবেন, আমাদের কিছু অবকাঠামো দেখবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সফর আছে তার। উনি হয়তো ওখানে যাবেন, কিছু আলাপ-আলোচনা হবে।’

বার্কলের সৌজন্যে ডিনার পার্টির আয়োজন করছে ক্রিকেট বোর্ড। আগামীকাল সন্ধ্যায় হবে এটি। পরদিন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে বার্কলের।

২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ার পর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। এরপর আইসিসির সভাপতি পদে নির্বাচিত হন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে।

বাংলাদেশ থেকে কলকাতা যাবেন বার্কলে। আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও আইপিএল ফাইনাল দেখতে ভারত যাওয়ার কথা রয়েছে।