শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

রয়েল ভিউ ডেস্ক:

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ছে দিন দিন। এ কারণে ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ।

উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৩.২ ডিগ্রী সেলসিয়াস। এটা এ মৌসুমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা অনেক কমে গেছে। রোদের থাকলে ও উত্তরের হিমেল হাওয়ার গতিবেগ বেশি থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

তিনি আরও জানান, সামনের দিন গুলোতে শীতের তীব্রতা আরও কমে আসবে।