শীতে জবুথবু দিনাজপুরে  জনজীবন

শীতে জবুথবু দিনাজপুরে  জনজীবন

রয়েল ভিউ ডেস্ক :
দিনাজপুরে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে হিমেল হাওয়ার বেগ। রাতে ঘন কুয়াশার সাদা চাদরে চারদিক ঢেকে যায়। অনেক বেলা পর্যন্ত কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হয় যানবাহনগুলোকে। দুপুরের পরও সূর্যের দেখা মেলে না। 

এভাবে দিনাজপুরে কয়েক দিন ধরে শীতের তীব্রতায় জবুথবু জনজীবন। কনকনে শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। রোববার থেকে দিনাজপুরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রার পারদ নেমেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। 

চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুর ছাড়াও দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় শীত বেড়েছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, দু-এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এরপর সারা দেশে শীত জেঁকে বসবে।

গত শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবারের তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, শৈত্য প্রবাহ কয়েকদিন বিরাজ করবে এই অঞ্চলে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।