শুধুমাত্র পুলিশের পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয় : নিশারুল আরিফ

শুধুমাত্র পুলিশের পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয় : নিশারুল আরিফ

কমিউনিটি পুলিশিং ফোরাম ওয়ার্ড নং ১৬ বিট নং ১১ এর কার্যালয় এর উদ্বোধন

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেছেন, শুধুমাত্র পুলিশের পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পুলিশ-জনতা ঐক্য। পুলিশ ও জনগণ যখন পরস্পরকে বন্ধু ভাববে তখনই কমিউনিটি পুলিশিংয়ের স্লোগান ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ পূর্ণতা লাভ করবে।

সোমাবার (১৭ অক্টোবর) বিকেলে কমিউনিটি পুলিশিং ফোরাম ওয়ার্ড নং ১৬ বিট নং ১১ এর কার্যালয় এর উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল হাসান এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোরমের সহ-সভাপতি শাখাওয়াত শাহী। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জুবায়েদুর রহমান, মো. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ, সুবানিঘাট ফাঁড়ি ইনচার্জ শামিম আহমদ, বিট অফিসার রিপন আহমদ, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপদেষ্টা আব্দুল মুহিত জাবেদ, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর উপদেষ্টা শাহানারারা বেগম, কমিউনিটি পুলিশিং সিলট মহানগর এর সভাপতি ডা. নাসিম আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট শামিম আহমদ, দি এশিয়ান ফাউন্ডেশনের হামিদুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সওদাগরটুলা সমাজ কল্যান সংস্থার সভাপতি দিলওয়ার হোসেন, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমসের আলী, মুরব্বী ও ক্রীড়াবিদ আব্দুল কাহির, সমাজসেবক ইকরাম আহমদ, শিক্ষক বিধু ভুষন, হিন্দু সম্প্রদায়ের পক্ষে বিনিত চক্রবর্তী, খ্রিস্টান মিশন এর পক্ষে ডেভিট মনু দাস।
আরো উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ইকবালুর রহমান, আমিনুল হক তপন, গুলজার আহমদ, সহ-সভাপতি জাকারিয়া আহমদ হারুন, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন খোকন, সিনিয়র সদস্য বিপ্লব পাল, সদস্য নবির আহমদ, রেজওয়ান আহমদ, সাহেদ আহমদ, মুর্শেদ আহমদ, রাজিব আহমদ, সিহাব আহমদ, সুমি বেগম, রিমি বৈদ্য, সুমি বেগম সুলতানা, সওদাগরটুলা সমাজ কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ রাজু, আব্দুল আহাদ বিলাস, সহ ক্রীড়া সম্পাদক সাজজাদুর রহমান সাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের সদস্য বেলাল উদ্দীন আহমদ এবং পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফকে ফুল দিয়ে বরণ করেন সদস্য আমিনুল হক সুমিত। বিজ্ঞপ্তি