শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

রয়েল ভিউ ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আজবাহার আলি শেখসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। 

সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আজবাহার আলি শেখসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।  

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টকে বরখাস্তসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

এর আগে বিকেলে সিরাজুন্নেসা হলের প্রভোস্ট জাফরিন আহমেদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে সাত দিনের সময় চেয়েছিলেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারপর বিকেল ৩টার দিকে উপাচার্য নিজের অফিস থেকে বের হলে শিক্ষার্থীরা তার পেছন পেছন হাঁটতে থাকেন। 

বিক্ষোভের মধ্যে ফরিদ উদ্দিন আহমেদ আইসিটি ভবনে আশ্রয় নেন। শিক্ষার্থীরা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখে।

উপাচার্যকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ও ছাত্র কল্যাণ সভাপতি রাশেদ তালুকদার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের কথা মানেননি।

এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে উপাচার্যকে মুক্ত করে তারা।