শাবিতে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার  মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাবিতে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার  মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি ঃ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর জীবনযাপনের গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে ধারণা দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের উদ্যোগে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা  আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


জিইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।


বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবিরের সঞ্চালনায় সেমিনারের আলোচক হিসেবে ছিলেন জিইই বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. তরীকুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সৈয়দা আয়েশা আক্তার। 


সেমিনারে ড. রাশেদ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবারের মতো। সিনিয়র জুনিয়র ছাত্রদের মধ্যে সম্প্রীতির দরকার আছে। সবাই যদি অশৃঙ্খল হয়ে যায়, তখন কিছুই থাকবে না। সফলতা পেতে হলে পড়াশোনা করতে হবে। এটা তোমাদের জীবনে শৃঙ্খলা নিয়ে আসবে। 
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, কথায় কিংবা কাজের মাধ্যমে কাউকে কষ্ট দিতে নেই। এতে হতাশার জন্ম হয় আর এ থেকে ঘটতে পারে বড় দুর্ঘটনা। 
জিইই বিভাগ সম্পর্কে তিনি বলেন, এ বিভাগের শিক্ষকরা নিজেদের মেধা ও শ্রম দ্বারা শিক্ষার্থীদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীদের উচিত তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা।