শ্রীমঙ্গলে ব্যবসায়ীর ছিনতাইকৃত  টাকা উদ্ধার \ আটক ৩

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর ছিনতাইকৃত  টাকা উদ্ধার \ আটক ৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গলে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত দুই কিশোরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ছিনতাইকারী মো. মাসুম মিয়া (২২), কিশোর অপরাধী মো. আলম তালুকদার (১৭) ও আরমান মিয়া (১৫)। 
গত সোমবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনীস্থ ব্যবসায়ী বাবুল আহমেদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার শ্মশানঘাটে পৌঁছলে ৩ ছিনতাইকারী ব্যবসায়ী বাবুল মিয়াকে মাথায় আঘাত করে তার কাছে থাকা নগদ ২৮ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী বাবুল মিয়া থানায় লিখিত অভিযোগ দিলে অভিযোগটি মামলা হিসেবে নেয় পুলিশ। পরে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সার্বিক নির্দেশনায় এসআই অলক বিহারী গুনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত মাসুম মিয়া, মো. আলম তালুকদার ও আরমান মিয়াকে আটক করেন।
আটককৃত ৩ ছিনতাইকারীর কাছ থেকে বাবুল মিয়ার ছিনতাই হওয়া ২৮ হাজার টাকা ও তার মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে তারা জড়িত থাকার কথা স্বীকার করে। মঙ্গলবার সকালে আটককৃতদের মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।