শ্রীমঙ্গলে শতাধিক হৃদরোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা প্রদান

শ্রীমঙ্গলে শতাধিক হৃদরোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা প্রদান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গলে ১শ টাকা ফি দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিলেন শতাধিক হৃদরোগী। গতকাল শুক্রবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটরিয়ামে আয়োজিত হার্ট ক্যাম্পেইনে এ সুবিধা নিলেন তারা। এর আগে সকালে হার্ট ক্যাম্পের উদ্বোধন করেন হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। ক্যাম্পেইনে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক স্পেশালিস্ট ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মোহাম্মদ আলী ভূইয়া জয় ও অবসর প্রাপ্ত পরিচালক ডা: দিনেশ সূত্রধর।

 জালাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান জুয়েল এর অর্থায়নে দিনব্যাপী এ হার্ট ক্যাম্পে ৯৬ জন রোগীকে ১শ টাকার বিনিময়ে ইসিজি, ডায়বেটিস পরীক্ষাসহ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যবস্থাপত্র দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায়, সদস্য ডা: প্রদীপ লাল বণিক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী, ডা: মামুন আহমেদ ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের কোক্ষাধ্যক্ষ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদার প্রমুখ। হৃদরোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের প্রতিমাসে একটি করে চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করছে।